ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বছরজুড়ে দেশ ঘুরে

প্রশান্তি বিলাতে কাপ্তাইয়ের ‘রিভার ভিউ পিকনিক স্পট’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
প্রশান্তি বিলাতে কাপ্তাইয়ের ‘রিভার ভিউ পিকনিক স্পট’

কাপ্তাই, রাঙামাটি ঘুরে এসে: বান্ধবীকে নিয়ে ঘুরতে এসেছিলেন কাপ্তাইয়ে। প্রচণ্ড গরম আর ক্লান্তিতে হাঁপিয়ে উঠেছেন মো. আলম।

কিন্তু দু’দণ্ড বসে শীতল বাতাসে প্রাণ জুড়াবেন, এমন জায়গা পাচ্ছিলেন না।

অবশেষে খোঁজ পেলেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সামান্য আগে সড়কের পাশে রিভার ভিউ ক্যাফে অ্যান্ড পিকনিক স্পটের। পাশের চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে আসা মো. আলম জানালেন, এখানে দারূণ লাগছে। ঝিরঝিরে বাতাসে মুহূর্তে শরীর জুড়িয়ে গেছে। তার মতো অনেকেই বসে আলাপচারিতা, কিংবা হাওয়া উপভোগ করছিলেন।

কর্ণফুলী নদী ঘেষে এ পিকনিক স্পটটি গড়ে তুলেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্পূর্ণ বিনামূল্যে এখানে প্রবেশের সুযোগ রয়েছে। ফলে ব্যস্ত পথিক, আগন্তুক, পর্যটক বা এসে শরীর- মন জুড়িয়ে নিতে পারেন।

স্পটটি ঘুরে দেখা গেল, ভেতরে বাঁশ বেতের কারুকাজে ছোট বিশ্রাম ছাউনি, নিচে চেয়ার-টেবিল। এর আগে ঢোকার মুখে একটি তথ্য কেন্দ্র। তবে সেখানে কাউকে পাওয়া গেল না।

কয়েকশ গজ দীর্ঘ এ স্পটে রয়েছে কয়েকটি দোলনা, বেঞ্চ। মাঝামাঝি রয়েছে একটি ক্যাফেটেরিয়া। সেখানে পানীয় ও ফাস্টফুড আইটেম পাওয়া যায়।

ওপারে পাহাড়, এপারে অবকাশ কেন্দ্র। মাঝামাঝি নিরন্তর বয়ে চলা কর্ণফুলী। স্পটের কোনার দিকে বসে বিশ্রাম নিচ্ছিলেন চার নারী-পুরুষ। চট্টগ্রাম থেকে এসেছেন তারা। জাহাঙ্গীর নামে একজন জানালেন জায়গাটা তাদের ভালো লাগছে, তবে খুব বেশি কিছু দেখার নেই।

সঙ্গে থাকা এক নারী জানালেন, এখানের প্রকৃতি-পরিবেশ চমৎকার হলেও খাবারের ব্যবস্থা নেই। রেস্টুরেন্টে তেমন কোনো ভালো খাবার নেই।

ঘুরতে আসা স্থানীয় কয়েক যুবক জানান, প্রায় সারাদিনই এখানে লোকজন আসেন। তবে যারা আসেন, তাদের অধিকাংশ আসেন ক্লান্তি কাটাতে।

স্পটের ক্যাফেটেরিয়া পরিচালনা করা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। সেখানে দায়িত্বরত একজন জানালেন, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এটা খোলা থাকে। সবার জন্য উন্মুক্ত এ পিকনিক স্পটে যে কেউ আসতে পারেন। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রসহ কাপ্তাই এলাকায় ঘুরতে আসা পর্যটকরা চাইলে পাঁচ মিনিটের জন্য বসে জিরিয়ে নিতে পারেন কর্ণফুলীর কোল ঘেষা এ পিকনিক স্পটে।

** দেশের যে শহরে রিকশা নেই!
** খাগড়াছড়ির প্রবারণা উৎসবে…
** 'জিরাফ গলার' ঝুলন্ত সেতুর আকর্ষণও কম নয়
** রেল স্টেশনে বিনামূল্যে বিশুদ্ধ পানি

** রাবার ড্যামে চেঙ্গী নদীপাড়ের কৃষকদের সুদিন

 বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
 এসআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বছরজুড়ে দেশ ঘুরে এর সর্বশেষ