ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বছরজুড়ে দেশ ঘুরে

সেরা ট্যু‌রিস্ট ডেস‌টি‌নেশন হ‌য়ে উঠ‌ছে বান্দরবান

শাহজাহান মোল্লা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
সেরা ট্যু‌রিস্ট ডেস‌টি‌নেশন হ‌য়ে উঠ‌ছে বান্দরবান ছবি: ডিএইচ বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলাচল (বান্দরবান) থে‌কে: সরকার ২০১৬ সালক‌ে পর্যটন বর্ষ হ‌ি‌সেব‌ে ঘ‌োষণা ‌কর‌ছ‌ে। এরই ধারাবা‌হিকতায়  বাংলাদ‌শের পর্যটন সম্ভাবনাক‌ে আরও এগ‌ি‌য়ে নিত‌ে নিরলস কাজ ক‌রে যাচ্ছ‌ে বান্দরবান পুলিশ প্রশাসন।

বাংলান‌িউজজের স‌ঙ্গে আলাপ‌ে এমনটাই জানা‌লেন বান্দরবান জেলা পু‌লিশ সুপার (এসপ‌ি) স‌ঞ্জিত কুমার রায়।

তি‌নি ব‌লেন, দিন ‌দিন র্পযটক‌দের পছ‌ন্দের তালিকায় স্থান করে নিচ্ছে বান্দরবান। ফ‌লে সেরা ট্যুরিস্ট ডেস‌টি‌নেশন হ‌য়ে উঠ‌ছে পার্বত্যাঞ্চলের অগ্রসরমান এ জেলা।  

রোববার (১৭ অ‌ক্টোবর ) বান্দরবা‌ন পু‌লিশ সুপার কার্যাল‌য়ে বাংলান‌িউজের বছরজু‌ড়ে দেশ ঘু‌রে টি‌মের স‌ঙ্গে কথা ব‌লেন এস‌পি স‌ঞ্জিত কুমার রায়।



এস‌পি ব‌লেন, সেরা ট্যু‌রিস্ট ডেস‌টি‌নেশন হওয়ার য‌থেষ্ট উপাদান বান্দরবা‌নে র‌য়ে‌ছে। একসময় কক্সবাজা‌রের পর বান্দরবান শহর হ‌বে দ্বিতীয় পর্যটন নগরী।

বান্দরবান শহর‌কে পর্যটন বান্ধব কর‌তে এরই ম‌ধ্যে নানামু‌খি উ‌দ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে পু‌লিশ প্রশাস‌নের পক্ষ থে‌কে।  

আমরা ট্যু‌রিস্ট‌দের নিরাপত্তার বিষয়‌টি সবসময় সর্বা‌ধিক‌ গুরু‌ত্ব দি‌য়ে কাজ কর‌ছি। মানুষ যেন বান্দরবান শহ‌রে ঢু‌কে কোনো রকম ঝা‌মেলা ছাড়াই ঘুর‌তে পা‌রে সেজন্য সার্বক্ষ‌ণিক তৎপর র‌য়ে‌ছে পু‌লিশ।

বান্দরবানের এস‌পি হি‌সে‌বে দা‌য়িত্ব গ্রহ‌ণের পর শহর‌ থে‌কে বাস স্ট্যান্ড সরা‌নো হয়ে‌ছে। যাতে যানজট মুক্ত হ‌য়ে সবাই চলাচল কর‌তে পা‌রে। ক‌রে‌ছি। এটাও ট্যু‌রিস্ট‌দের জন্য সহায়ক হ‌বে।

‌তি‌নি ব‌লেন, এক সময় যানজ‌টের কার‌ণে পর্যটকরা বান্দরবান শহ‌রে আস‌তে চাইতো না। দা‌য়িত্ব গ্রহ‌ণের পর চ্যা‌লেঞ্জ নি‌য়ে‌ছিলাম শহর‌ যানজট মুক্ত কর‌তে। সেটা অ‌নেকটাই সম্ভব হ‌য়েছে।

এছাড়া শহ‌রের ভেতর থে‌কে ট্রাক স্ট্যান্ডও  স‌রি‌য়ে নেওয়া হ‌য়ে‌ছে। এখন আর কেউ যানজ‌টের কার‌ণে বিরক্তি প্রকাশ কর‌তে পা‌রবেন না।



বাংলা‌দেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অ‌ক্টোবর ১৭, ২০১৬
এসএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বছরজুড়ে দেশ ঘুরে এর সর্বশেষ