ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

কৃষি

লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

মাদারীপুর: মাদারীপুরে শত্রুতা করে এক কৃষকের লাউয়ের ক্ষেতের সব লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।  সোমবার (৩০ ডিসেম্বর) দিনগত রাতে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই এলাকার কৃষক মুনসুর আলী ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু পালনসহ নানান রকমের সবজির চাষাবাদ করেন। চলতি মৌসুমে ৬০ শতাংশ জমিতে গম এবং ২০ শতাংশ জমিতে লাউয়ের আবাদ করেন তিনি। কিছুদিনের মধ্যেই তার লাউ গাছে লাউ ধরতো। গতরাতে দুর্বৃত্তরা লাউ ক্ষেতের সব গাছ কেটে রেখে গেছে। সকালে লাউক্ষেতে গিয়ে এই অবস্থা দেখে আহাজারিতে ফেটে পড়েন কৃষক মুনসুর আলী।

খোঁজ নিয়ে জানা গেছে, কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর গ্রামের  মুনসুর আলী মস্তফাপুর ইউনিয়নের বড় বাড্ডা এলাকায় ১০শত শতাংশ  জমিতে ধান, পাট, গম, ভুট্টা, সরিষা, কালোজিরা, ধনিয়া, লাউ, কুমড়া, বেগুন, মুলার চাষ করেন। এছাড়াও খামারে পাঁচটি গরু রয়েছে। কয়েকটি পুকুরে মাছচাষও শুরু করেছেন। ব্যাংক ঋণের টাকায় তার চাষাবাদ শুরু হয়। সোমবার রাতে তার জমিতে ফলন আসন্ন লাউ গাছকে বা কারা কেটে ফেলেছে। এতে করে লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হবেন বলে জানান কৃষক মুনসুর আলী।

ক্ষতিগ্রস্ত মুনসুর আলী বলেন, কৃষিব্যাংক থেকে পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে এই কৃষি কাজ শুরু করেছি। এর মাধ্যমেই পরিবারের ভরণপোষণ ও ঋণের টাকা শোধ করতে হবে আমাকে। অথচ আমার ফলন আসন্ন লাউগাছগুলো কে বা কারা রাতের আঁধারে কেটে ফেলেছে! আমার বিরাট ক্ষতি হয়ে গেল।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,একজন কৃষকের স্বপ্ন দুর্বৃত্তরা নষ্ট করে দিয়েছে। এটা দুঃখজনক ঘটনা। আমরা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।