ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শব্দকথা থেকে প্রকাশিত ‘মেঘলা আকাশ’র মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
শব্দকথা থেকে প্রকাশিত ‘মেঘলা আকাশ’র মোড়ক উন্মোচন

শব্দকথা প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত কবি ও গল্পকার মো. আব্দুল হক রচিত জীবন চরিত গ্রন্থ `মেঘলা আকাশ'র মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শব্দকথা কার্যালয় প্রাঙ্গণে শব্দকথা লেখক-পাঠক ফোরামের আয়োজনে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও শিশুসাহিত্যিক প্রফেসর জাহান আরা খাতুনের সভাপতিত্বে প্রভাষক হাবিব খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

স্বাগত বক্তব্য রাখেন শব্দকথা'র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জে স্বাধীনতার প্রথম পতাকা উত্তলনকারী বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান, সাংবাদিক মিলন রশীদ, চুনারুঘাট উপজেলা হিসাব রক্ষণ অফিসার নিশি কান্ত দেবনাথ, ব্যাংকার মোহাম্মদ আব্দুল্লাহ, শিশু সংগঠক দিপুল কুমার রায়, কবি ও সংগঠক রুনা আক্তার স্বপ্না, বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, গীতিকার মো. কুদ্দুছ আলী মনোহর, সাংবাদিক মাহমুদ সেলিম রেজা, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ, শিশুসাহিত্যেক পৃথ্বীশ চক্রবর্তী, সংগঠক মো. কামরুজ্জামান খান, নারী উদ্যোক্তা এনি মনি দাস, হিতৈষী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, সংগঠক শহিদুল হক শাহিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।