ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

সৈয়দপুরে ছায়াপথ সাহিত্য পরিষদের ১ম সাহিত্য আড্ডা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
সৈয়দপুরে ছায়াপথ সাহিত্য পরিষদের ১ম সাহিত্য আড্ডা সাহিত্য আড্ডা।

নীলফামারী: শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ সৈয়দপুর শহরের সদ্য প্রতিষ্ঠিত সাহিত্য সংগঠন ছায়াপথ সাহিত্য পরিষদের প্রথম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পূবালী স্কাউটস বিজ্ঞান ক্লাবের মিলনায়তনে এর আয়োজন করা হয়।

‘জীবনের প্রতিটি মুহূর্তই সাহিত্য, সাহিত্যই সমাজের প্রতিচ্ছবি’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত এ সাহিত্য আড্ডা সৈয়দপুরসহ নীলফামারী জেলার ও দিনাজপুর, পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা থেকে আগত কবি, সাহিত্যিক, সাংবাদিক, ছড়াকার, গল্পকার, গীতিকার, সংগঠক ও সাহিত্যানুরাগী ব্যক্তিরা মিলনমেলায় পরিণত হয়।

আড্ডাটিতে সভাপতিত্ব করেন ছায়াপথ সাহিত্য পরিষদের আহ্বায়ক ছড়াকার, গীতিকার, শিল্পী, নাট্যকার ও অভিনেতা রইজ উদ্দিন রকি। বন্ধন প্রতিষ্ঠাতা মরহুম আব্দুর রহমান, ছায়াপথ উপদেষ্টা মরহুম শমসের আলী বসুনিয়া, কণ্ঠশিল্পী মরহুম জসিমউদ্দিনসহ সব শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং সংগঠনের সদস্য মোহম্মদ আলী, চন্দন মহন্ত, লিংকন ও মজিবর রহমান অতিথিদের উত্তরীয় পরিয়ে দিয়ে অনুষ্ঠানের চলার পথ শুরু করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর কথাসাহিত্যিক ও লেখক অঙ্গনের সভাপতি রাজা সহিদুল আসলাম, পার্বতীপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আলহাজ ফয়েজুর রহমান।

আরও অতিথি ছিলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি রাজ্জাক দুলাল, ডোমারের বন্ধন সাহিত্য ও কবিতা পরিষদের সভাপতি মনজুর আলম, নীলফামারী লেখক অঙ্গনের সম্পাদক ও সাহিত্য সমালোচক ডা. হাসান হাবিবুর রহমান (হাবিব), সুপ্রিম কোর্টের আইনজীবী কবি ও প্রাবন্ধিক অ্যাডভোকেট মুশতাক আহমেদ কায়সার, চিরিরবন্দরের কবি ও সাহিত্যিক, উজান ভাঁটি সাহিত্য পরিষদ সভাপতি হোসাইন মুহম্মদ আনোয়ার প্রমুখ।

সৈয়দপুর বন্ধন শিল্পীগোষ্ঠীর সহযোগিতায় অনুষ্ঠিত সাহিত্য আড্ডার আলোচনায় অংশ নেন সৈয়দপুরের বিশিষ্ট নাট্য নির্দেশক, লেখক ও সাপ্তাহিক সাহিত্য আসরের সভাপতি স্বপন কুমার গুহ, নাট্যকার, নাট্যাভিনেতা মীর সারোয়ার আলী মুকুল, নাট্যব্যক্তিত্ব ঈসা আলী খান, কথাকলি খেলাঘর আসরের সাবেক সভাপতি মজিবর রহমান, বেলান লিটিল ম্যাগাজিন পত্রিকার সম্পাদক কবি সেকেন্দার মোহাম্মদ আলী, কবি ও গীতিকার আউয়াল ও কথাসাহিত্যিক আকমল সরকার রাজু।

স্বরচিত কবিতা পাঠ করেন নীলফামারীর কবি অ্যাডভোকেট মালা জেসমিন, খানসামার উজান-ভাটি সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি অনন্য আমিনুল, সৈয়দপুরের উর্দু কবি মাজিদ ইকবাল ও সালাম হামিদী, ডি এ মজির, কবি ওয়াহেদ আলী সরকার, শাহজাহান আলী সরকার, কম্পিউটার আমজাদ, হবিবর শাহ, শ ম সাঈদ রেজা, চন্দন চন্দ্র মহন্ত।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আলাপনের নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম, সাপ্তাহিক নীলফামারী চিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক শাহিদুল সরকার দুলাল, সাংবাদিক শাহজাহান আলী মননসহ অর্ধশতাধিক সাহিত্যানুরাগী।  

তারা পরম আগ্রহ আর আন্তরিকতার সঙ্গে সাহিত্য আড্ডাটি উপভোগ করেন।  

অনুষ্ঠানটি সঞ্চালন করেন চোখ নাট্যদলের সাধারণ সম্পাদক সাঈদ রেজা।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।