ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বৃহত্তর ময়মনসিংহের কবিতা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
বৃহত্তর ময়মনসিংহের কবিতা

এবার অমর একুশে বইমেলার প্রথম দিনই মেলায় এসেছে ‘বৃহত্তর ময়মনসিংহের কবিতা’ নামে একটি কবিতার বই। এতে বৃহত্তর ময়মনসিংহের নবীন-প্রবীণ ১৪৭ জন কবির কবিতা সূচিবদ্ধ হয়েছে।

কবিতার বইটি প্রকাশ করেছে গতিধারা। এটি সম্পাদনা করেছেন আবু সাইদ কামাল। এ ছাড়াও সম্পাদনা পরিষদে রয়েছেন তাছাদ্দুক হোসেন, মুঈন হুদা, চয়ন বিকাশ ভদ্র, তোফায়েল তফাজ্জল এবং ফজলুল হক পরাগ।

চমৎকার প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। মজবুত বাঁধাই এবং ঝকঝকে ছাপার ১৭৬ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা।

বইটিতে যাদের যাদের কবিতা সূচিবদ্ধ হয়েছে:
অনন্য কামরুল
অনীক রহমান বুলবুল
অরন্য ই. চিরান
অনিতা দাস
আশরাফ সিদ্দিকী
আল মুজাহিদী
আবিদ আনোয়ার
আবিদ আজাদ
আলমগীর রেজা চৌধুরী
আশরাফ মীর
আমিনুর রহমান সুলতান
আশরাফুল মান্নান
আদিত্য অনীক
আবু সাইদ কামাল
আসাদ উল্লাহ
আলম মাহবুব
আবদুল আলীম তালুকদার
আব্দুল্লাহ হক
আকন্দ লতিফ
আশিরব্রত চৌধুরী 
আশরাফ আলী চারু
আকলিমা আঁখি
আবু সাঈদ 
আঞ্জুমান আরা লিপি
আরাফাত রিলকে
আবুল বাশার শেখ
আঞ্জুমান আরা সুইট 
আলমাস হোসাইন শাজা
আজাদ সরকার
ইফতেখার হালিম 
ইসমাইল সাদী
এসকে অপু
এ, কে, এম মোস্তাফিজুর রহমান
এস. এম বিল্লাল 
এম. আর. সুমন
কাজল শাহনেওয়াজ
কামরুল আলম সিদ্দিকী
কাঙাল শাহীন
কাব্য সুমী সরকার
কুলছুমা আক্তার 
খোকন রায়
কণা জাহিদ
গণপতি আদিত্য
গাজী সাইফুল ইসলাম
চয়ন বিকাশ ভদ্র
চৌধুরী নূরুল হুদা
ছানোয়ার হোসেন
জাহাঙ্গীর ফিরোজ
জুয়েল মাজহার
জাহাঙ্গীর আলম জাহান
জয়নাল আবেদীন খান
জালাল উদ্দিন আহম্মেদ
জেসমীন জাহান খানম
জেবুন নেছা রীনা
জাহান য়ারা রানী
জান্নাতুন নাহার নূপুর
তালাত মাহমুদ
তাহমিনা রহমান
তাছাদ্দুক হোসেন
তোফায়েল তফাজ্জল  
তৌফিকা আজাদ
তাজ ইসলাম
তাজুল নূর
তাসমিয়া তহুরা
দেলোয়ার হোসেন
নির্মলেন্দু গুণ
নজরুল হায়াত 
নাজমা মমতাজ
নীলু রুরাম
নূরুল ইসলাম মনি
নাজমুল ইসলাম
নিবেদিতা শেলী
নাহিন শিল্পী 
নফিসা মেহজাবিন
পল্লব সেনগুপ্ত 
পান্না আকন্দ
পারভেজ শিহাব
ফরিদা বেগম
ফারুক মাহমুদ
ফরিদ আহমদ দুলাল
ফখরুল করিম 
ফাতেমা সাইফুল বীনু
ফজলুল হক পরাগ  
ফাহিম ফারুক
বিল্লাল মাহমুদ মানিক
বকুল মাস্টার
বদরুল হক তপন
বেলায়েত হোসেন
বারী সুমন
মাহবুব তালুকদার
মাহবুব সাদিক
মুশাররাফ করিম
মুহাম্মদ সামাদ
মাহবুব হাসান
মাহমুদ কামাল
মোজাম্মেল হক নিয়োগী
মামুন মাহফুজ
মেহেদী ইকবাল
মরিয়ম বেগম
মাহমুদ আল মামুন
মতেন্দ্র মানখিন
মোহাম্মদ শাহজাহান 
মুঈন হুদা
মহিবুর রহিম
মুহাম্মদ মনিরুজ্জামান 
মো: ইব্রাহিম খান 
মোস্তাফিজুল হক
মো: রফিকুল ইসলাম
মোস্তাক বিবাগী
মুহাম্মাদ সিরাজ-উদ-দীন
মিল্কী মোবারক মোর্শেদ
মাহবুবা খান দীপান্বিতা
মুহাম্মদ ইউসুফ আলী
মাজেদুল হক
মিনহাজ উদ্দিন শপথ
মাহমুদা আক্তার 
মাহফুজা আরা পলক 
রহিমা আখতার কল্পনা
রজব বকশী
রফিক আজাদ
রানা জামান
রোকসানা আফরীন
রফিক সিদ্দিকী
রওশন আরা খান
রিয়েল আবদুল্লাহ
রবিন বরকত উল্যাহ
রাহমান হাবিব
শেখ আবদুল জলিল
শামসুল ফয়েজ
শহীদ আল মামুন
শিহাব শাহরিয়ার
শেখ সুজন আলী
শাদমান শাহিদ
সাইফুল্লাহ মাহমুদ দুলাল
সোহরাব পাশা 
সেলিম মাহমুদ
সাব্বির রেজা
সুমন মুন্না
সালমা বেগ
সুনিয়া আকন্দ
সাদিয়া ফয়জুন
সুরাইয়া নার্গিস
সিহাব সাকিব ঈশান
হাসান হাফিজুর রহমান
হেলাল হাফিজ
হুমায়ূন মালিক
হানিফ রাজা
হোসাইন মারুফ

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।