ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘কবিতার শক্তি, কবিতার মুক্তি’ নিয়ে কি বললেন কবিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
‘কবিতার শক্তি, কবিতার মুক্তি’ নিয়ে কি বললেন কবিরা ছবি: ডিএইচ বাদল

ঢাকা: শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৩-এ ‘কবিতার শক্তি, কবিতার মুক্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও কবি মুস্তাফিজ শফি, কবি শামীম রেজা, কবি ফরিদ কবির, কবি জাহিদ সোহাগ, কবি দিলারা হাফিজ, কবি রহিমা আক্তার কল্পনা, কবি শাহেদ কায়েস, কবি জুনান নাশিত ও কবি ভাগ্যধন বড়ুয়া বক্তব্য দেন।

মুস্তাফিজ শফি বলেন, কবিতার অবশ্যই শক্তি আছে। জীবনানন্দ দাশ মানুষের মধ্যে যে ঘোর ছড়িয়ে দিয়ে গেছে সেটার অবশ্যই শক্তি আছে। মাহবুবুল আলম চৌধুরীর কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কিংবা আবদুল গাফফার চৌধুরীর আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এ দুই পঙক্তিরও শক্তি আছে। যতদিন বাংলা সাহিত্য আছে ততদিন তারা মরবে না। তারা দুজনই এ কবিতা দিয়ে বিখ্যাত। এটাই কবিতার শক্তি।

কবি ফরিদ বলেন, কবিতার শক্তি হলো যত বেশি পাঠক অর্থ বুঝতে পারে। কবিতা বহু রকমের অর্থ, ভাব নিয়ে পাঠককে মুগ্ধ করতে পারে। একই কবিতা ভিন্ন সময়ে ভিন্ন অর্থ দেয় সেটাই কবিতার শক্তি।

জুনান নাশিত বলেন, কবিতার অবশ্যই শক্তি আছে। যদি শক্তি না থাকতো তাহলে কাজী নজরুল কারাবরণ করতো না। কবিতার শক্তির জোরে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে আছি। আমাদের প্রত্যেকের জীবনে ভাঙচুর আছে, আঁকাবাঁকা পথ আছে। সেখানে লড়াইটা জারি রাখতে পারছি কবিতার জোরে। কবিতা আমাকে প্রতি মুহূর্তে উত্তাপ দিচ্ছে। কবিতার শক্তি আছে বলেই কবিরা কবিতাকে এত গুরুত্ব দেন।

কবি শাহেদ কায়েস বলেন, আমরা অনেক সময় বলি সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন। নব্বইয়ের গণআন্দোলনে টিএসসিতে কবিতা কীভাবে আমাদের উদ্বুদ্ধ করেছে। মানুষকে জাগিয়ে তুলেছে যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। আমি মনে করি কবিতার শক্তি আছে। কবিতা নানা ধরনের কুসংস্কার থেকে মানুষকে মুক্ত করে।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।