ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

তিন দশকের কবিতায় অর্জন ও বিসর্জন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
তিন দশকের কবিতায় অর্জন ও বিসর্জন

ঢাকা: অনলাইন ম্যাগাজিন ‘পরস্পর’র আয়োজনে অনুষ্ঠিত হবে সাহিত্য-আড্ডা ‘তিন দশকের কবিতায় অর্জন ও বিসর্জন’।

শনিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর কাঁটাবনে পাঠক সমাবেশে এ আড্ডা অনুষ্ঠিত হবে।

এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি ফরিদ কবির, কবি চঞ্চল আশরাফ ও কবি কাজী নাসির মামুন। সঞ্চালক হিসেবে থাকবেন কবি কুমার চক্রবর্তী। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কবি সেঁজুতি জাহান।

১৯৮০ থেকে ২০১০ পর্যন্ত তিন দশকের কবিতা নিয়ে বছরব্যাপী আলোচনা ও আড্ডার আয়োজন করা হয়েছে ‘পরস্পর’ ওয়েবজিনের উদ্যোগে। সেই ধারাবাহিকতায় এটি দ্বিতীয় অনুষ্ঠান। জানিয়েছেন পরস্পরের সম্পাদক সোহেল হাসান গালিব।  

তিনি বলেছেন, ২০২৪-এর বইমেলায় কবি চঞ্চল আশরাফের সম্পাদনায় প্রকাশিত হবে ‘তিন দশকের নির্বাচিত কবিতা’। বইটি প্রকাশ করবে ‘আদর্শ’ প্রকাশনা সংস্থা।

বাংলাদশে সময়: ১১০৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।