ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই বাংলা সংস্কৃতি পরিষদের মিলনমেলা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মে ২০, ২০২৩
বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই বাংলা সংস্কৃতি পরিষদের মিলনমেলা

স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত জয়ীতা ফাউন্ডেশনের অঙ্গ সংগঠন দুই বাংলা সংস্কৃতি পরিষদের আয়োজনে বিশ্বসাহিত্য কেন্দ্রে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কবি সাহিত্যিক, সঙ্গীতশিল্পীদের নিয়ে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি ড. কাজী রেজা-উল হক।

তিনি বলেন, আলোকিত জয়ীতা ফাউন্ডেশন এক স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। করোনাকালে অনেক ভূমিকা রেখেছিল। তারা পথশিশুদের লেখাপড়া ও খেলাধুলার ব্যবস্থা করে। এবার দুই বাংলার বিশিষ্টজনদের এনে মিলিত করেছে। এই অনুষ্ঠানে এসে আমি পুলকিত। উত্তরোত্তর সাফল্য কামনা করছি আলোকিত জয়ীতা ফাউন্ডেশনের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আব্দুল করিম, এনআরবি চেয়ারম্যান জাকরিয়া চৌধুরী। অধ্যাপক ডা. পূরবী দেবনাথ, কবি ও সাহিত্যিক রেজাউদ্দিন স্টালিন, তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মুসলিমা মুন। বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) কামাল আহমেদ।

প্রধান আলোচক ছিলেন দুই বাংলা সংস্কৃতি পরিষদের সভাপতি কবি, গীতিকার, সুরকার কাসেদুজ্জামান সেলিম। কলকাতা থেকে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী মনীষা ভট্টাচাৰ্য্য ও দেবিকা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গীতশিল্পী ও পম্পা রয়।

এছাড়াও হোটেল ৭১-এর সিইও ইয়াসমিন নাহার মুন্নী, কণ্ঠশিল্পী মোয়াজ্জেম হোসেন স্বপন ও শাহিন হোসেন, নৃত্যশিল্পী তাবাসসুম আহমেদ, সঙ্গীতশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, আসমা দেবজানী, মিনাহুদা, নাসিমা জলিল, অধ্যাপক ডা. জয়শ্রী রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে গুনী ব্যক্তিদের  বঙ্গবন্ধু সম্মাননা পদক দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. আনিসুল আউয়াল। সার্বিক সহযোগিতা ছিলেন ড. সেলিনা আফরীন রীতা, প্রধান নির্বাহী, আলোকিত জয়ীতা।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মে ২০, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।