ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ‘লেনিন’ উপন্যাসের প্রকাশনা উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ‘লেনিন’ উপন্যাসের প্রকাশনা উৎসব

ঢাকা: কথাপ্রকাশ থেকে প্রকাশিত আশানুর রহমানের উপন্যাস লেনিন-এর প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে শনিবার (২০ জানুয়ারি) বইটি নিয়ে আলোচনা করেন অতিথিরা।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আনু মুহাম্মদ, সাংবাদিক নূরুল কবীর, কথাসাহিত্যিক মশিউল আলম, কবি ও সাহিত্যিক মাসরুর আরেফিন, কথাসাহিত্যিক আফসানা বেগম এবং কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফ।

সভায় কথাপ্রকাশের কর্ণধার জসিম উদ্দিন সূচনা বক্তব্য রাখেন। উপন্যাসটি লেখার প্রেক্ষাপট তুলে ধরে নিজের অনুভূতি প্রকাশ করেন আশানুর রহমান।

অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন রুছেলী খান।

আলোচনায় বক্তারা বলেন, রুশ বিপ্লবের স্থপতি লেলিনের জীবনভিত্তিক প্রথম বাংলা উপন্যাস আশানুর রহমানের ‌‌‌‘লেনিন’। সাবলীল বাংলায় একটা ঐতিহাসিক বিষয়কে তুলে ধরা।

এ উপন্যাস লেলিনকে বুঝতে যেমন সাহায্য করবে, তেমনি উপন্যাস হিসেবেও সাহিত্যে আলাদা অবদান রাখবে। আর যে বয়সে লেলিন যেমন ছিলেন, সে বয়সে তেমনই তুলে ধরা হয়েছে, যা একটা আলাদা তাৎপর্য বহন করে।

আলোচকেরা আশা প্রকাশ করেন, বাংলাদেশে বামপন্থী আন্দোলনের নিস্তরঙ্গ সময়ে বইটি নতুন করে লেনিনকে নিয়ে ভাববার অবকাশ সৃষ্টি করবে।

নব্বই দশকে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর রুশ বিপ্লবের নায়ক ভ্লাদিমির ইলিচ লেনিন বর্তমানে বাংলাদেশে তুলনামূলক কম আলোচিত এক ঐতিহাসিক চরিত্র। কিন্তু পুরো বিংশ শতাব্দিজুড়ে দেশে-দেশে লেনিনের প্রভাব ছিল অবিস্মরণীয়।

লেনিন লেখকের প্রথম উপন্যাস। আশানুর রহমান নিজেও একসময় সক্রিয় বামপন্থী রাজনৈতিক কর্মী ছিলেন।

মেহেদী হাসানের করা প্রচ্ছদের এ বইটির দাম নির্ধারণ করা হয়েছে সাড়ে ৪০০ টাকা।

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এইচএমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।