জুলাই বিপ্লবের পর থেকে সংবিধান নিয়ে দেশের মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে শুরু করে সভা-সেমিনার থেকে ভেসে আসছে সংবিধান সংস্কার নিয়ে নানা মন্তব্য।
সেই ধারাবাহিকতায় ‘আউট অফ বাউন্ডারিজ’ চিন্তায় জনগণের সুযোগ সৃষ্টির জন্য একটি সংবিধান ও আইনী-ব্যবস্থা নিয়ে কথা বলেছেন আলোচিত ও প্রতিবাদী লেখক তৌফিকুল ইসলাম পিয়াস। নিজের মতামত মানুষের কাছে পৌঁছে দিতে ‘বদলে যাওয়ার সুযোগ, ওয়েক আপ বাংলাদেশ’ বইটি রচনা করেছেন পিয়াস।
ফ্যাসিস্ট হাসিনা-বিরোধী আন্দোলনে প্রতিবাদী লেখক তৌফিকুল ইসলাম পিয়াসের ‘ওয়েক আপ বাংলাদেশ’ বইটি পাওয়া যাবে অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডট কমে। পাশাপাশি বাতিঘর - প্রেসক্লাব, জামাল খান রোড, চট্টগ্রাম, বাতিঘর – সিলেট গোল্ডেন সিটি কমপ্লেক্স, সিলেট, বাতিঘর – রাজশাহী, বোয়ালিয়া পুলিশ স্টেশন, রাজশাহী, বিদ্যাসাগর – রাজশাহী, সাহেব বাজার, রাজশাহী পাঠক সমাবেশ-কাঁটাবন, ঢাকা, পাঠক সমাবেশ-আজিজ সুপার মার্কেট, ঢাকা, বাতিঘর-বিশ্ব সাহিত্য কেন্দ্র শাখা, ঢাকা, বইবাজার-নীলক্ষেত, ঢাকা, কল্লোল বুক সেন্টার-নীলক্ষেত, ঢাকার মতো লাইব্রেরী থেকেও পাঠকগণ এই বইটি সংগ্রহ করতে পারবেন।