ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

কবি মাহবুব খান’র দুই বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
কবি মাহবুব খান’র দুই বইয়ের মোড়ক উন্মোচন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কবি মাহবুব খান’র ‘কবিতা তোমাকে’ ও ‘যখন রাজপথে তোমার গাড়ি’ নামক দু’টি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার (জানুয়ারি ১৪) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা উৎসবে বই দু’টির মোড়ক উন্মোচন করা হয়।

 

প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এস এ সামাদ। প্রধান আলোচক ছিলেন বিশ্ববাংলা ফাউন্ডেশনের সভাপতি ড. এম মোস্তাকুল হক।

বিশেষ অতিথি কবি আহবাব আহমেদ, মো. জাকির হোসেন, কবি ও গীতিকার খোশনোর, ড. আব্দুল মান্নান শিকদার, ড. গাজী শামীম হাসান, মো. মশিউর রহমান, কবি শেখ শামসুল হক, কবি রাজু আলিম, কবি আব্দুল খালেক প্রমুখ বইগুলোর ওপর আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি এস এম রইজ উদ্দিন আহমদ।  

যৌথভাবে প্রকাশনা উৎসবের আয়োজন করে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ ও অন্যধারা পাবলিকেশন্স।  
 
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।