ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বইমেলায় শাকুর মজিদের ৩টি বই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বইমেলায় শাকুর মজিদের ৩টি বই

ঢাকা: অমর একুশে বইমেলা ২০১৫ উপলক্ষে শাকুর মজিদের ৩টি বই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে দুটি ভ্রমণ কাহিনী ও একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ।



তিনি নেপাল ভ্রমণ নিয়ে লিখেছেন ‘অন্নপূর্ণায়’। বইটির প্রচ্ছদ ডিজাইন করেছেন লেখক নিজেই। ছেপেছে উৎস প্রকাশনী। দাম ২৭০ টাকা।

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ এবং অস্ট্রিয়ার পর্যটন শহর সালজবুর্গ নিয়ে শাকুর মজিদের ১৭তম ভ্রমণ গ্রন্থ ‘প্রাগের ঠাকুরোভা লবণপুরের মোজার্ট’ প্রকাশ করেছে অবসর প্রকাশনা সংস্থা। প্রচ্ছদ- আবিদ এ আজাদ। মূল্য ২৫০ টাকা।

১৯৮০ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ফৌজদারহাট ক্যাডেট কলেজের দিনলিপি নিয়ে অন্যপ্রকাশ থেকে ছাপা হয়েছে আত্মজৈবনিক গ্রন্থ ‘ক্যাডেটের ডায়েরি’ । বইটির প্রচ্ছদ ডিজাইন করেছেন  মাসুম রহমান। মূল্য ২২৫.০০ টাকা ।

এছাড়াও জয়তী প্রকাশনী থেকে “রয়েছ নয়নে নয়নে” নামক আরেকটি স্মৃতিচারণমূলক গ্রন্থ প্রকাশের সম্ভাবনা আছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।