ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শাফিনূর শাফিনের দুটি কবিতা

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
শাফিনূর শাফিনের দুটি কবিতা

ব্ল্যাক সোয়ান

অভিধানে দরজা এক আশ্চর্য শব্দ
খুলে দিলেই ভেতরে ঢুকে পড়ার আহ্বান—
বন্ধ হলেই তার আড়ালের
অন্দরসজ্জা,
সারিবদ্ধ মুখোশের মুখ,
দেয়ালে আটকে থাকা
এক নর্তকীর কথাকলি শরীরে
জমে ওঠা পালক,
নিজ হাতে সেই পালক টেনে
টেনে ছিঁড়ে ফেলার দৃশ্য

মুদ্রা ভুলে
সিঁড়ির ধাপগুলো নেমে গেছে
খ’সে পড়া পালকের পথে


নার্সিসাস

১।
আমরা মূলত গ্লাভসের ভিতরে  খুলে রাখা হাতের উষ্ণতার মত আচ্ছন্ন থাকতে ভালোবাসি! নেশা ধরলেই যেমন আমি আয়নার সামনে বিস্মৃত বসে থাকি।



২।
মাঝেমাঝে নিজেকে স্পর্শ মাত্র এক অন্ধ পরিব্রাজক তিমি জেগে ওঠে, এক মাতাল ঘূর্ণিঝড়— আমি ডুবতে থাকি।
নিজের শরীরের চেয়ে বেশি প্রিয় কি কিছু হতে পারে!

৩।
আমি একজনকে ভালোবাসি, সে ভালোবাসে বহুজনকে। আমি আবার এদিক সেদিক ঘুরে এসে তাদেরকেও ভালোবাসি। ভালোবাসতে বাসতে অস্ফুটে উচ্চারণ করি, ‘ডাইনী!’



বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।