ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

এমরান কবিরের তিনটি কবিতা

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
এমরান কবিরের তিনটি কবিতা

পাখির ঠোঁটে দাগ

পাখির ঠোঁটে দাগ
পাখিটা নির্বাক
চোখে
যখন তাকায়
ভুবন মাতায়
বুকে

এঁকে দিল কে
এমন আলোকে
দাগ
ঠোঁট দিয়ে তুই
ঠোঁটের আরশ
ঢাক

ঢাকতে গিয়ে
পরশ পিয়ে
চোখ
এমন নরম
আরও জখম
হোক

এমন দাগে
কেবল জাগে
তাপ
তাপ নেভাতে
গভীর গভীর
ছাপ


অর্থহীন অর্থময়

স্রোতে ভেসে এলো বাঁশি
ভাবলাম ঢেউ হলে
থাকতাম পাশাপাশি

সুরে সুরে
দূরে দূরে
যতই যেতাম তীরে
জলে জলে
ছলে ছলে
তোমার চোখের নীড়ে

নীড়ে নীড়ে
ধীরে ধীরে
নেচে যায় পালক
বাঁশি শুনে
ঢেউ গুনে
বেসামাল বালক


গোপন শহরে

কিছু নিরিবিলি
চোখ চালাচালি
কিছুটা সঙ্কোচ
তবু কথা বলি

কিছুটা আঁধার
দূরত্ব বাঁধার
একটু একটু আলো
তবু ছায়া ফেলি

ছায়াটা চলে
একটু কথা বলে
একটু দ্বিধা নিয়ে
মন খুলে ফেলি

মন খুলে দেখি
সেই চেনা পাখি
পাখিটির পাখির ডানায়
ভালোবাসি লিখি



বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।