ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বইমেলায় সাইফুল্লাহ মাহমুদ দুলালের ৫টি বই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
বইমেলায় সাইফুল্লাহ মাহমুদ দুলালের ৫টি বই সাইফুল্লাহ মাহমুদ দুলাল

ঢাকা: ‌এবারের একুশের বইমেলায় আসছে সাইফুল্লাহ মাহমুদ দুলালের ৫টি বই। এগুলোর মধ্যে থাকছে উপন্যাস ‘যুদ্ধশিশুর জীবন যুদ্ধ’।

বইটির প্রকাশক বাংলা প্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।

কবিতার বই ‘রবি ঠাকুরের প্রাইভেসি’র প্রকাশক নওরোজ কিতাবিস্তান। প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী হাজরা। অনুসন্ধানী গ্রন্থ ‘কানাডার কাশিমপুরে খুনি নূর চৌধুরী প্রকাশ পাচ্ছে চন্দ্রদ্বীপ প্রকাশ থেকে। প্রচ্ছদ এঁকেছেন নাজিব তারেক। ভ্রমণ কাহিনী ‘কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা’ বের হচ্ছে অনন্যা প্রকাশ থেকে। এ বইয়ের প্রচ্ছদ শিল্পী নাজিব তারেক।

কিশোর গল্প ‘জাদুকর’ প্রকাশক করছে পাঠশালা। এ বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন মোজাম্মেল প্রধান।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।