ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শিবলী নোমানের ‘চিলেকোঠায় আকাশ’

অমর একুশে গ্রন্থমেলা ২০১৫ / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
শিবলী নোমানের ‘চিলেকোঠায় আকাশ’

এবারের অমর একুশে বই মেলায় সাংবাদিক শিবলী নোমানের নিবন্ধ গ্রন্থ ‘চিলেকোঠায় আকাশ’ বের হয়েছে। বইটি বের করেছে নদীপ্রকাশ।

প্রচ্ছদ করেছেন রাজিব রায়। ১২০ পৃষ্ঠার বইটির দাম ২০০ টাকা।    

বিভিন্ন সময়ে শিবলী নোমানের পেশাগত জীবনের নানান ইস্যুতে লেখা প্রতিবেদনের সংকলন এই বই। বইটিতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে লেখকের সাংবাদিকতার তীক্ষ্ণ অভিজ্ঞতা উঠে এসেছে।

অভ্যন্তরীণ রাজনীতি, আঞ্চলিক ভূ-রাজনীতি, বৈশ্বিক সাম্রাজ্যবাদ, সন্ত্রাসবাদ, নগর জীবন, আন্তর্জাতিক কূটনীতিক, গণমাধ্যম, বাণিজ্য, পরিবেশ ও জলবায়ু, ভ্রমণ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার চোখালো ভঙ্গিতে নিজের পর‌্যবেক্ষণের পরিবেশন ঘটিয়েছেন শিবলী নোমান। যেখান থেকে পাঠক এসব বিষয়ে নতুন করে ভাবনার খোরাক পেতে পারেন।  

এটি লেখকের প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ। এর আগে ২০১২ সালে কথাপ্রকাশ থেকে বের হয়েছে তার প্রথম বই ও প্রথম উপন্যাস ‘মধ্যরাতের বুলেট’।  

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।