ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

মেলায় তানভীর তারেক এর ৩টি বই

অমর একুশে গ্রন্থমেলা ২০১৫ / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
মেলায় তানভীর তারেক এর ৩টি বই

এবারের একুশে বইমেলায় তানভীর তারেকের লেখা ৩টি বই আসছে। তিনটির মধ্যে দুটি উপন্যাস ও একটি গল্পের বই।

জাগৃতি বের করছে রাজনৈতিক থ্রিলার উপন্যাস ‘আলোমহল’,  প্রিয়মুখ বের করছে প্রেমের উপন্যাস ‘পরনর’। এবং গল্প সংকলন ‘তোমার কথা বলিতে ব্যাকুল’ প্রকাশ করছে আদর্শ।

নিজের লেখালেখি প্রসঙ্গে লেখক তানভীর তারেক বলেন, ‘লেখালেখির ক্ষেত্রে আমি আলাদা স্বত্তা হিসেবেই কাজটা করি। এটা আমার নিজস্ব ভালো লাগার জগত। অনেকেই বলেন আমি গানের মানুষ। এর ভেতরে লেখালেখিটা কেন। তাদেরকে বলি আমি গানটা নেশা হলেও গত ১৫ বছরের সাংবাদিকতার ক্যারিয়ারে একাধিক পত্রিকার কয়েক হাজার পৃষ্ঠায় আমি লিখেই জীবিকা নির্বাহ করছি। তাই এটা আমার নিজস্ব ও পরিচিত জগৎ। হয়তো বই প্রকাশনার ক্ষেত্রে আমি মাত্র ৩ বছর। কিন্তু ভেতরের চর্চা এক যুগেরও বেশি সময় ধরে। ’

তানভীর তারেক এর লেখা অন্যান্য বইগুলো হল— অপ্রচারিত মিডিয়া গসিপ (গণমাধ্যম বিষয়ক প্রবন্ধ), সিদ্ধপল্লীর পতিতা( গল্পগ্রন্থ), লীলামহল(উপন্যাস), বানোয়াট বাস্তব(গল্পগ্রন্থ)।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।