ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

দুটি কবিতা | ইকবাল মাহফুজ

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
দুটি কবিতা | ইকবাল মাহফুজ

ঘুম

ভরনিদ্রায় ওভাবে ডেকো না স্বজন
এখনও বিভোর ঘনিষ্ঠ চুম্বনে
পাতায় পাতায় কম্পিত হিল্লোল
দেখো না নিঝুম নেমেছে কি ঘুম বনে

যতটা ঘুমে ডুবিয়ে রেখেছি বুক
ততটা ঘুমের তৃষ্ণায় উন্মুখ
তন্দ্রার জলে আরেকটু ভাসি তবে
যত সাঁতরাই এ কেমন সুখ সুখ!

ঘুমেরও আছে শৈল্পিক ব্যাকরণ
অতলেও তাই এপাশ-ওপাশ চাষ
চাষাবাদের এই উর্বর বনভূমি
বাতাসে ছড়ায় সৃষ্টির উল্লাস

ভরনিদ্রায় ওভাবে ডেকো না হায়
স্বপ্নেরা আজও ভ্রণজুড়ে কাতরায়
এখনও বুকের নগ্ন কোমল ভাঁজ!
সীমাহীন ঘুমে নিরাশায় সাঁতরায়


সব পিপাসা মিটিয়ে তুমি

এখনও বাজে নগরীর চিৎকার
বাতাস তো আছে তবু নেই তার সুর
তোমার জন্য খুলে রাখা সেই দ্বার
নড়েছিল আজ—শঙ্কায় ভাঙচুর

এখনও ফোটে জোছনার ফুল বনে
এখনও আকাশ চেয়ে থাকে আনমনে
আমি বলি তাকে ফিরে যাও ফিরে যাও
কেন ডাকো নাম কাব্যের ব্যাকরণে

তুমি কি এখন আকাশ দেখো এ রাতে?
শেষ বিকেলের ছুটে আসা মেঘে আজ
দেখেছি তোমায় নীল পায়রার সাথে
তোমার ছায়ায় এ কেমন কারুকাজ!

এখনও বাজে নগরীর চিৎকার
তবু থামে না পদ্মার শীৎকার



বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।