ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

জাবি বাংলা বিভাগের তিন দিনব্যাপী একক বইমেলা

শিল্প-সাহিত্য প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
জাবি বাংলা বিভাগের তিন দিনব্যাপী একক বইমেলা

শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বই নিয়ে তিন দিনব্যাপী একটি বইমেলার আয়োজন করা হয়েছে। আগামী ২১ মার্চ শনিবার—বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নতুন কলাভবন সংলগ্ন রবীন্দ্র-মহুয়ামঞ্চে এ বইমেলা শুরু হবে।



বাংলা সংসদের উদ্যোগে অনুষ্ঠেয় এ বইমেলায় প্রদর্শিত বইগুলোর প্রকাশনা উৎসবসহ—পাঠক, লেখক, প্রকাশক ও সমালোচকদের মুক্ত আলোচনা পর্বের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের এবং কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত—তিন দিনব্যাপী এই বইমেলা চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের সভাপতি এবং উক্ত আয়োজনের আহ্বায়ক ড. অনিরুদ্ধ কাহালি।



বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।