ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

দুটি কবিতা | জান্নাতুল পারভীন

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
দুটি কবিতা | জান্নাতুল পারভীন

হায়—অবসর!
___________________________________

      নিঃশ্বাসে অবিশ্বাসের ওম
      দুরাশার ভাবনারা অবিরাম ছুটে চলে
      আলতো নিদ্রাহীন এ দুচোখ নিভে আসে
      পাওয়া আর না-পাওয়ার গোধূলিতে

      ব্যর্থতা, গ্লানি আর ক্ষয়ে যাওয়া
      হাড়-মাংসের বিবর আমার, স্বপ্নচারি
      তোমার ফেরারি; তবে কি জীবনের
      মানে শুধু অতল গহ্বরে ডুবতে থাকা?

      একলা শ্বাসের অবিশ্বাস্য মন আমার
      নির্জন প্রহরীর প্রদীপ; কামনার দুপুরে
      একাকী কোমল—ক্লান্তি জড়ানো বেলকনি
      হায়—অবসর!

      তোমার তো কোনও রেস্ট নেই
      রাত্রিবেলা এক পেয়ালা জ্যোৎস্না
      নিয়ে তোমার সে-কি ব্যস্ততা

      আমার ঘরে রাত নামে, রাত্রিও!
      কেবল নামো না তুমি। কেন?


থাকতে থাকো অচেনা
___________________________________

      এক চিলতে রোদ্দুরে লুকায় জোনাকিসভা
      না-জানা যন্ত্রণা ঘরে নাড়ে কড়া
      অচেনা রয়ে গেলে তুমি।



      মেঘলা বিকেলে মিথ্যে খুঁজেছি শতবার
      নিঃসঙ্গ মন ভালোবাসা চায় এক ফোঁটা
      তুমি সত্যিই রয়ে গেলে অচেনা।

      বৃষ্টিমাখা বাতাসের ললিত আওয়াজ
      কান্না কিংবা শোভননৃত্যের ঝড় তোলে বুকের
      গহীনে, আর্তনাদে কাঁপে করুণ সুর
      আর তুমি থেকে যাও অচেনা।

      পুরনো যন্ত্রণা মাঝে মাঝে নতুনজাগা চরে বাঁধে ঘর
      ছোট হতে হতে প্রায় বিলীন হয় আপন অস্তিত্ব
      ধ্বংসে আর ত্যাগে, ত্যাগে আর ধ্বংসে
      বদলে যেতে থাকি অবিরাম।

      কেবল অশ্রুমাখা চোখে অপেক্ষা—
      কোনও চকিত মুহূর্তে তোমার ফিরে আসার।
      তবে, তুমি কেবলই থাকতে থাকো অচেনা।



বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।