ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

দুটি কবিতা | গোলাম কিবরিয়া পিনু

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
দুটি কবিতা | গোলাম কিবরিয়া পিনু

ইন্দ্রচাপ
___________________________________

      মূলরোম নিয়ে আজ দ্বিধা—
      শ্বেতজবা না সেবন্তী বেড়ে উঠবে
                            রাসপূর্ণিমায়?

      রোদে তাজা হতে হতে
      সৌন্দর্যের  ইন্দ্রচাপ সহ্য করে
      কোন দরোজার মধ্যে দিয়ে
                       বিচ্ছুরণ হবে?
      তা আজ প্রভাতবেলায় জানা দরকার।

      আমিও-তো শুল্কপক্ষে নড়েচড়ে উঠি
      আমার উঠানে।




সপ্তসুর
___________________________________

      উদ্যানলতার সান্নিধ্যে থেকেছি
      তারপরও সবুজ চিনতে পারিনি
                         মুকুলোদগম দেখার পরও
      কচিপাতা দেখতে পারিনি!

      এইভাবে ম্লান—অর্ধপরিস্ফুট থাকতে হচ্ছে
                         রোদহীন অবস্থায়—
      অন্ধেরন্ধে অমানিশা!

      কণ্টকময় থাকার পরও যদি
      সপ্তমুখী জবা—তার সপ্তসুর দিয়ে
      আমাকে জাগিয়ে তোলে
      তাহলে আমি আন্দোলিত হই
                            ভূকম্পের পর!



বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
টিকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।