ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শাবিতে ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ বৃহস্পতিবার

শাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
শাবিতে ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ বৃহস্পতিবার

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মাইকেল মধুসূদন দত্তের অমর প্রহসন ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ এর মঞ্চায়ন হবে বৃহস্পতিবার (০৯ এপ্রিল)।

শাবিপ্রবির নাট্য সংগঠন দিক থিয়েটারের নিয়মিত প্রদর্শনীর অংশ হিসেবে এদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে এ প্রহসন।



এতে ভক্ত, হানিফ, পুঁটি, বাচস্পতি, পাঁচি, গদা, ফাতেমা, আনন্দ, ভোগি ও রাম প্রভৃতি চরিত্রে অভিনয় করবেন আবু বকর রাজীব, রাশেদুল ইসলাম মানিক, মৌসুমী দে মৌ, খন্দকার মাহমুদুল হাসান, জিলফাজা মিশনা, আসাদুজ্জামান নয়ন, সামরিন রাফি, সাহেদ আহমদ শাওন ও মুন্তাকিম আহমদ সুমিত।

এ সম্পর্কে দিক থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান নয়ন জানান, তারা মধুসূদনের অমর এ প্রহসনের প্রতিটি সংলাপ অক্ষুন্ন রেখে ও পরিবর্তন ছাড়াই শতবর্ষের পুরানো সামাজিক প্রেক্ষাপটকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।