ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

চয়ন সাহিত্য ক্লাব স্বর্ণপদক প্রদান সোমবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
চয়ন সাহিত্য ক্লাব স্বর্ণপদক প্রদান সোমবার

ঢাকা: চয়ন সাহিত্য ক্লাব এর ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান হবে।

একই সঙ্গে হবে ‘চয়ন’ ও ‘দশদিগন্ত’ সাহিত্য ম্যাগাজিনের ২৪ পেরিয়ে ২৫ এ পা অনুষ্ঠান, কবিতা পাঠ, সঙ্গীতানুষ্ঠান এবং ‘চয়ন’ থেকে প্রকাশিত আজিজা খাতুন হক এর ‘জয়িতা’ গ্রন্থের প্রকাশনা উৎসব।



এবছর পদক পাচ্ছেন সমাজকর্মী সেলিনা খালেক, কথাশিল্পী ড. মারুফী খান এবং সমাজসেবক ডা. আব্দুর রহমান।

অনুষ্ঠান উদ্বোধন করবেন নাট্যজন ম. হামিদ। প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি থাকবেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। প্রধান আলোচক হিসেবে থাকবেন কথা সাহিত্যিক দিলালা হাফিজ।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।