ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

চয়ন সাহিত্য ক্লাবের ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
চয়ন সাহিত্য ক্লাবের ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চয়ন সাহিত্য ক্লাবের ক্রয়োদশ পতিষ্ঠাবার্ষিকী গত ২০ এপ্রিল বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

চয়ন সাহিত্য ক্লাব স্বর্ণপদক ২০১৪ প্রদান, ক্লাবটির নিয়মিত প্রকাশনা ‘চয়ন’ ও ‘দশদিগন্ত’ সাহিত্য পত্রিকার ২৪ বছর পূর্তি ও কবিতা পাঠ, সঙ্গীতানুষ্ঠান এবং ‘চয়ন প্রকাশন’ থেকে প্রকাশিত আজিজা খাতুন হকের বই ‘জয়িতা’র প্রকাশনা উৎসব—ইত্যাদি আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।



অনুষ্ঠান উদ্বোধন করেন নাট্যজন ম. হামিদ। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য আ আ ম স আরেফীন সিদ্দিক, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।

প্রধান আলোচক ছিলেন কথাসাহিত্যিক দিলারা মেসবাহ, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির চেয়ারম্যান  অধ্যাপক পান্না কায়সার। স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন সমাজকর্মী সেলিনা খালেক, শিক্ষাবিদ ও কথাশিল্পী ড. মারুফী খান এবং চিকিৎসক ডা. আব্দুর রহমান।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, নমিতা ঘোষ, সৈয়দ হোসেন রাজা, বদরুন্নেসা ডালিয়া প্রমুখ।

আবৃত্তিতে অংশ নেন রফিকুল ইসলাম, প্রবীর পাল ও রনি। অনুষ্ঠানটি উপস্থাপনায় করেন ছড়াকার ওয়াসীম হক। সার্বিক পরিচালনায় ছিলেন অনুবাদক মোঃ নুরুল হক। সভাপতিত্ব করেন চয়ন সাহিত্য ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লিলি হক।



বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।