ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

এখানে ফের থামে পহেলা মে | মঈনুল শাওন

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এখানে ফের থামে পহেলা মে | মঈনুল শাওন

কানাগলিতে কাটিয়া যায় দ্বি-প্রহর
দরজার শেকল খুলিতেছে না কেহ
গৃহে সন্ধ্যায় সান্ধায় বিধাতার কহর
কারখানার চিমনিতে মরা বিদ্রোহ

ফুটপাতে খুঁত কাটে নাঙ্গা ছাওয়াল
আল ধরে আলগোছে হয় আগুয়ান
মঙ্গার মংলায় ভেংচায় দাওয়াল
তন্ত্রের পুঁজি বুঝি রোজই মহীয়ান

বৈশাখে উদ্যানে কাহার উদ্ধত ফনা
মুনাফার ধারাপাতে গায়েব গরীব
রাষ্ট্রের চৌকাঠে উপসংহার রচনা
শ্রমের বলিরেখায় মহাকাল নির্জীব

বাঁধাবাক্সে ঢুকিয়া যায় কড়কড়ে নোট
প্রেতাত্মারা লাইন ধরে খাঁ খাঁ রোদে
বাণিজ্যেরই বসতি গড়ে গরীবের ভোট
আসমানে উড়িতেছে শংকা বিরোধে

বিরোধ নাহি যে কোনও ধর্ম আর ধনে
শাসনের হেফাজত হুজুরের ঝুলিতে
দালান ধসিলে কোন অশুভ ক্ষণে
খুনিদের আস্তাবল গণতন্ত্রের গলিতে

মিছিলের ডাক তবু কে দেয় আজও
দরজার শেকলে থেকে থেকে টান
চিন্তার লালসালু প্রতিরোধের সাজও
কানাগলির সন্ধ্যায় মে দিবসের গান



বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।