ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

লেখক সম্মেলনে হাসান আজিজুল হক

লেখা বিনোদন প্রসাধনী নয়, সমাজের দায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, মে ৯, ২০১৫
লেখা বিনোদন প্রসাধনী নয়, সমাজের দায় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: উপমহাদেশের বিশিষ্ট কথা সাহিত্যিক হাসান আজিজুল হক লেখকদের উদ্দেশে বলেছেন, ‘আমি বিশ্বাস করি না ধমক দিয়ে একজন সাহিত্যিক, কবি, লেখককে চুপ করিয়ে রাখা যায়। যদি রাখা যায় তাহলে বুঝতে হবে তা স্বার্থের বেড়াজালে আবদ্ধ’।



তিনি বলেন, লেখাকে অবসরের বিনোদন প্রসাধনী বলে মনে করবেন না। মনে করবেন লিখা আপনার দায়। দেশ জাতি ও সমাজের এই দায় নিয়ে আপনাকে লিখতে হবে’।

শনিবার (০৯ মে) দুপুরে রাজশাহী মহানগরের একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী সাহিত্য পরিষদ আয়োজিত রানার লেখক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশ বরেণ্য কথা সাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, ‘আজকে দেশে মানুষ গুম ও নিরুদ্দেশ হচ্ছে। এই নিরুদ্দেশ হওয়া দেশের জন্য কলঙ্ক।

আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে নৃশংসতা ঘটছে যা দেশের জন্য মঙ্গল নয়। সাম্রাজ্যবাদী শক্তি আমাদের হারিকেন তৈরি করতে শিখেয়েছে, কিন্তু তারা নিজেরাই হারিকেন তৈরি করে না। তারা তৈরি করছে আনবিক বোমা। আর আমরা এখনও তাদের শিখিয়ে দেওয়া হারিকেন তৈরি করছি। এসব আদি জিনিস তৈরি করা থেকে বের হয়ে আসতে হবে’।
 
রাজশাহী সাহিত্য পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলীর সভাপতিত্বে সম্মেলনে কবি জুলফিকার মতিন, বরেন্দ্র বিশ্ববিদলয়ের উপাচার্য ড. ওসমান গনি তালুকদারসহ কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে ‘বাংলা কথা সাহিত্য ও নাটক’ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। রাজশাহী সাহিত্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি সুফী রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন ড. মোস্তফা তারিকুল আহসান। আলোচক ছিলেন শফিকুল ইসলাম, ড. সাবরিনা আনাম।

বিষয় ভিত্তিক আলোচনা করেন ড. চন্দন আনোয়ার, দ্বিজেন্দ্র নাথ। তৃতীয় অধিবেশনে ‘বাংলা কবিতা’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চতুর্থ পর্বে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। এ বছর যারা পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তারা হলেন প্রফেসর ড. মো. হারুন-অর-রশীদ, প্রফেসর ড. সুলতানা মোসতাফা, প্রফেসর ড. সাইফুদ্দিন চৌধুরী, রানার গ্রুপের চেয়ারম্যান, মো. খুসবর আলী, প্রফেসর ড. আবেদা সুলতানা, ড. ফাল্গুনী রানী চক্রবর্তী ও ড. চন্দন আনোয়ার।

পঞ্চম অধিবেশনে মুক্ত আলোচনা এবং শেষ পর্বে কবিদের রচিত কবিতা পাঠের আয়োজন করা হয়। এতে রাজশাহীসহ বিভিন্ন এলাকা থেকে আগত কবিরা তাদের কবিতা পাঠ করেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মে ০৯, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।