ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

লেখক ইসলাম মাসুদের ৩টি বইয়ের মোড়ক উন্মোচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
লেখক ইসলাম মাসুদের ৩টি বইয়ের মোড়ক উন্মোচন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহের লেখক এম ইসলাম মাসুদের লেখা তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বই তিনটি হলো- রাহেলার নতুন বাড়ি আমেরিকায়, একটি মৃত্যু ও বোরকা এবং মেঘে ঢাকা চাঁদ।



শনিবার (২৭ জুন) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ মোড়ক উন্মোচন করা হয়।

প্রাক্তণ উপাধ্যক্ষ এন এম শাহাজালালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সুষেন্দ্র কুমার ভৌমিক, সরকারি কেসি কলেজের সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলাম, আমিনা খাতুন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, অধ্যাপক মহব্বত হোসেন টিপু, সাবেক পৌর চেয়ারম্যান আনিচুর রহমান খোকা, ডা. কামাল হোসেন ও সাকিব মোহাম্মদ আল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।