ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

ফেনী থেকে সাহিত্য পত্রিকা ভাটিয়ালের উদ্বোধনী সংখ্যা প্রকাশিত

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
ফেনী থেকে সাহিত্য পত্রিকা ভাটিয়ালের উদ্বোধনী সংখ্যা প্রকাশিত

ফেনী থেকে প্রকাশিত হয়েছে শিল্প সাহিত্যের ত্রৈমাসিক পত্রিকা ‘ভাটিয়াল’-এর উদ্বোধনী সংখ্যা। মঙ্গলবার (৩০ জুন) বিকাল সাড়ে ৪টায় ফেনী ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে অনুষ্ঠিত হয়েছে পত্রিকাটির উদ্বোধনী সংখ্যার প্রকাশনা উৎসব।



এতে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক।

কবি শাবিহ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক শাহজালাল রতন, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক আসাদুজ্জামান দারা, ফেনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জমির উদ্দিন বেগ, লেখক মাহবুব আলতমাস, কবি মুনজুর তাজিম, শিখা সেন গুপ্তা প্রমুখ।

ত্রৈমাসিক ‘ভাটিয়াল’ যৌথভাবে সম্পাদনা করছেন লেখক আলমগীর মাসুদ ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ফেনী প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম। উপদেষ্টা সম্পাদক হিসেবে রয়েছেন সাংবাদিক আরিফুল আমীন রিজভী ও ডা. ফখরুল হাসান।



বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।