ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

প্রতিষ্ঠাবার্ষিকী ম্যাগাজিনের প্রিন্ট ভার্সন এখন বাজারে

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
প্রতিষ্ঠাবার্ষিকী ম্যাগাজিনের প্রিন্ট ভার্সন এখন বাজারে

ঢাকা ও চট্টগ্রামের পাঁচটি অভিজাত বইয়ের দোকানসহ অনলাইন বুকশপ রকমারিতে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত ৫৮৮ পৃষ্ঠার ম্যাগাজিনটি পাওয়া যাচ্ছে।

ঢাকায়, শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্র, বেইলি রোডের সাগর পাবলিশার্স ও কাটাবনে কনকর্ড শপিংমলের বেইজমেন্টে ‘প্রকৃতি’র স্টলে।

এবং চট্টগ্রামে, চেরাগী পাহাড় মোড়ে ‘বাতিঘর’ ও ‘নন্দন’-এ ম্যাগাজিনটি পাওয়া যাচ্ছে।

অনলাইনে অর্ডার দিয়ে রকমারি.কম থেকে ম্যাগাজিনটি সংগ্রহ করতে পারবেন পাঠকরা। ক্লিক করতে হবে এই লিংকে

এছাড়া সরাসরি বাংলানিউজ-এর ০১৯১৯-৫২৮৮০০ নাম্বারে বিকাশ করে ম্যাগাজিনটি সংগ্রহ করা যাবে। এজন্য ম্যাগাজিনটির বিনিময় মূল্য ২০০ টাকা উপরোক্ত নাম্বারে বিকাশ করে—literature.banglanews@gmail.com-এ বিস্তারিত ঠিকানা ও টাকা প্রেরণকারী মোবাইল নাম্বারটি ইমেইল করতে হবে।

এ পদ্ধতিতে কোনো প্রকার ডেলিভারি চার্জ ছাড়াই পাঠকের হাতে ম্যাগাজিনটি পৌঁছে দেবে বাংলানিউজ।



বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।