ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

মিরসরাই কবিতা পরিষদের সাহিত্য আড্ডা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
মিরসরাই কবিতা পরিষদের সাহিত্য আড্ডা

কবিতায় বঙ্গবন্ধু শিরোনামে এক সাহিত্য আড্ডার আয়োজন করে মিরসরাই কবিতা পরিষদ। ২০ আগস্ট, বৃহস্পতিবার বিকালে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় দাবি ছিল, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দণ্ড কার্যকর করা।



একই সঙ্গে এই মহান মানুষেকে দলমতের উর্ধ্বে রাখার আহ্বান জানানো হয় আড্ডায়।

সংগঠনের আহবায়ক অধ্যাপক বোরহান উদ্দিনের সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন এনায়েত হোসেন মিঠু। পরে চলে কবিদের কণ্ঠে কবিতা পাঠের আসর।

মাহমুদ নজরুল এবং দাউদুল ইসলাম পাঠ করেন বঙ্গবন্ধুকে নিয়ে লেখা স্বরচিত কবিতা। বোরহান উদ্দিন পাঠ করেন সৈয়দ সামসুল হকের ‘আমার পরিচয়’। রফিক আজাদের কবিতা ‘পাঠ্যবইয়ে যে কথা নেই’ পাঠ করেন কবি শাহাদাত হোসেন লিটন। নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো’ পাঠ করেন এনায়েত হোসেন মিঠু।

নজরুলের বিদ্রোহী কবিতা এবং বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবন নিয়ে বিশদ আলোচনা করেন কবি হুমায়ুন মোর্শেদ চৌধুরী। ‘আমি আজ কারো রক্ত চাইতে আসিনি’ কবি নির্মলেন্দু গুণের সাহসী এ কবিতার রচনা এবং প্রকাশের পটভূমি নিয়ে আলোচনা করেন শারফুদ্দীন কাশ্মীর।

সবশেষে আগস্ট মাসে চির নিদ্রায় শায়িত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি শামসুর রাহমান, কবি হুমায়ুন আজাদ, খ্যাতনামা সাংবাদিক ও চিত্রগ্রাহক মিশুক মুনির, চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও মিরসরাইয়ের স্থানীয় সাংবাদিক ফখরুল ইসলাম রিয়াজের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।



বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।