ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

ওস্তাদ আলাউদ্দিন খাঁর মৃত্যুবার্ষিকী রোববার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
ওস্তাদ আলাউদ্দিন খাঁর মৃত্যুবার্ষিকী রোববার আলাউদ্দিন খাঁ

ব্রাহ্মণবাড়িয়া: বিশ্ববিখ্যাত সঙ্গীতজ্ঞ স‍ুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪৩তম মৃত্যুবার্ষিকী রোববার।

এ উপলক্ষে রোববার (০৬ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ে অবস্থিত সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের দোয়া মাহফিল, উচ্চাঙ্গ সঙ্গীত প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


 
এছাড়া তার গ্রামের বাড়ি জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে অবস্থিত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ মহাবিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয়ভাবে গঠিত ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
 
সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সম্পাদক কবি আব্দুল মান্নান সরকার জানান, বিশ্ববরেণ্য এই সঙ্গীতজ্ঞের প্রয়াণ দিবস উপলক্ষে সকাল ১০টায় সঙ্গীতাঙ্গণের সরোদ মঞ্চে দোয়া মাহফিল ও ক্লাস ভিত্তিক উচ্চাঙ্গ সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল পাঁচাটায় আলোচনা সভা, সাংস্কৃতিক পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
 
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।