ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

জোড়া কবিতা | হুসাইন আজাদ

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
জোড়া কবিতা | হুসাইন আজাদ

তুই হবি?
(বন্ধু সরোজ মেহেদীর জন্য)

তুই ‍আমার সকাল হবি? সন্ধ্যে হবি?
জোছনারাতের চাঁদ?
হবি আমার শেষ বিকেলের নরম রোদের ছাদ?
তুই আমার আকাশ হবি? নদী হবি?
ডুবসাঁতারের জল?
হবি আমার একলা কেঁদে চুপটি থাকার ছল?
তুই আমার ছন্দ হবি? মাত্রা হবি?
জীবন-অন্ত্যমিল?
হবি আমার রঙের খেলা সাদা হলুদ নীল?
তুই আমার স্বপ্ন হবি? লড়াই হবি?
ফোঁটা ফোঁটা ঘাম?
হবি আমার উড়োচিঠির ধুলোমাখা খাম?
তুই আমার আলো হবি? আঁধার হবি?
ধূসর-মায়ার টান?
হবি আমার বাঁশির সুরের বন্দি অভিমান?
তুই আমার হাসি হবি? কান্না হবি?
উছল-উদাস ক্ষণ?
হবি আমার নিজকে খোঁজা পাগলা-ভুলো মন?

তুই আমার একার হবি? একল‍া একার?
নিজকে খোঁজা আমি?
হবি আমার ‘পুরো আমার’ ক্ষণ-মনোযামী?


তুমি দুপুর-বিকেল-রাত

খানিক তোমার আঙুল খুঁটি, খানিক ঠোঁটের তিল,
খানিক তোমার নাকের ডগায় খুঁজি তারার মিল!
খানিক তোমার চুল উড়ে দিই নাচাই কানের দুল,
খানিক তোমার চোখে খুঁজি সাদা গোলাপ ফুল!
খানিক তোমার কথা শুনি খানিক থাকি চুপ,
খানিক তোমায় মেঘে উড়াই মর্ত্যদেবীর রূপ!
খানিক তোমার হাসি দেখি খানিক চোখের জল,
খানিক তোমায় হারিয়ে হই হতবিহ্বল!
খানিক তোমার পাশে বসি, খানিক কোলে ঘুম,
খানিক তোমার হাত বুলানোয় স্বর্গলোকের চুম!
খানিক তোমার গালে ধরি খানিক তোমার হাত,
কল্পলোকে কাটাও তুমি দুপুর বিকেল রাত!



বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।