ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

একগুচ্ছ কবিতা | রুদ্র হক

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
একগুচ্ছ কবিতা | রুদ্র হক

জ্বর এক হলুদ ভালুক

জ্বর এক হলুদ ভালুক
আজ বনে সে ছাড়া কেউ নেই
একা একা বনের কিনারে তাই এক পাহাড়
জলাধার সঙ্গে নিয়ে আসে
পদতলে ঝর্ণার ধ্বনি
রাত্রি বহমান
দলে দলে ফুল টোপর পরা রমণী
ভালুকের রোমশ বুক খামচে ধরে আছে
বনে সে ছাড়া কেউ নেই


নিদ্রাহীন হলুদ আকাশ

নায়িকা
তোমার জ্বর হলে
পৃথিবীতে শীত নেমে আসে
একা ঘেমে ওঠে গাছের ফুল
হেঁটে হেঁটে ধীর পায়ে
দূরে মিলায় মাথা নিচু এক ওভারকোট
জনশূন্য শহরে
কেবল এক হলুদ আকাশ
নিদ্রাহীন জেগে থাকে


নাক নেই

আমি অনেক ভেবে দেখেছি, আমার কোনো নাক নেই। একটা বারান্দার মতো হাওয়ায় সামান্য গা ভাসিয়ে দেয়া একটা নাক।

একটা ফুলের ঘ্রাণ, একটা লেবু পাতার গন্ধ কিংবা অসামান্য কোনো দুপুর হতে ভেসে আসা রান্নার ঘ্রাণ বহুকাল আমাকে তাড়িত করেনি। সারাদিন ঝাঁ ঝাঁ রোদ। সারারাত অন্ধকার গলে পঁচে মরছে। পৃথিবী বহুপুরাতন স্ত্রীর মতো ঘুমুচ্ছে সুগন্ধী মেখে। কিছুই টের পাচ্ছি না। নাক নেই।


দিগন্তের ওপারে ব্যথার শহর

কার ব্যথা বুকে নিয়ে তুমি অতদূর চলে যেতে চাও?
দেয়ালে দেয়ালে ক্রন্দনচিহ্ন এঁকে ফিরছো সন্ধ্যে হলেই..
 
যে পাখি দিনভর ডানা মেলে উড়ে গেল একা একা
তাকে ফেলে কতদূর গেল মেঘ?
স্তনমুখ পাহাড়?
তারওপর অরণ্যের হেঁটে যাওয়া বহুদূর
আকাশমুখী বৃক্ষের অন্ধকার দেখে ফেরা...
 
তারও অধিক যাবে তুমি?
 
দিগন্তের ওপারে ব্যথার শহর
কার ব্যথা বুকে নিয়ে তুমি অতদূর যাবে?


মরে যাবার ছুতো

হাসতে হাসতে কান্নার কাছে
দৌড়ে যাচ্ছে ভুল
ঝরে পড়বে বলে ফুটছে একটা ফুল

শরীর নিয়ে গেল হাওয়ায়
পুরনো পায়ে হেঁটে হেঁটে মলিন হচ্ছে জুতো

সবকিছুই মরে যাবার ছুতো
এই বলে খুব জ্বলে যাচ্ছে তারা



বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।