ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

জোড়া কবিতা | গোলাম কিবরিয়া পিনু

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
জোড়া কবিতা | গোলাম কিবরিয়া পিনু

দুর্ধর্ষ মুহূর্ত

স্বৈরবৃত্তের ভেতরে থেকে
শুধু হয় ভুঁড়িভোজ—পাওয়া যায় না
                     নিজেরই খোঁজ!
ভোজ শেষে ফলাহার—ভাবো কী আহার!
তোমারই তুষ্টির কারণে—
উৎপীড়ন বেড়ে যায়—বেপরোয়া হয়ে ওঠে
তোমার গাধাসকল! বগল বাজিয়ে—
                   তুচ্ছ করে ফেলে
অন্য সকলের পথচলা!
বলা যায় না দুখের আর্দ্রতা শোষণ করে
                      —আকাঙ্ক্ষার কথা!
গাধার দেরাজে   
জমা হয়ে যায় পুডিং ও আইসক্রিম
তুমি তো জানো না—
অসীম ক্ষমতা এক চা-চামচে ঘনীভূত হতে পারে
                           দুর্ধর্ষ মুহূর্তে।


জয়ন্তমল্লার রাগ

সরল হলে তরল হয়ে যাবে!
অধিকতর তরল হলে
               —গরল পাবে!
চুবানো জলে তলিয়ে যাবে!
কে মাপে কাকে? পথের বাঁকে!
সবাই দেখি—
        নিজের পথে নিজের লাভে
নিজের ছবি আঁকে!
সরল হলে কুমির খাবে জলে
ডাঙায় বাঘ!
তারপরও সরলতায়—
কারো কণ্ঠে এখনো আছে জয়ন্তমল্লার রাগ!



বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।