ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

ফজলুর রহমানের বইয়ের প্রকাশনা উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
ফজলুর রহমানের বইয়ের প্রকাশনা উৎসব ছবি: সোহাগ শেখ- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমানের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।



বইগুলো হলো- ‘আলো আমার আলো’; ‘ওয়ান ইলেভেন’ ও ‘ইছামতির বাঁকে’।

প্রকাশনা উৎসবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, কবি হেলাল হাফিজ, সাংবাদিক মঞ্জুরুল ইসলাম, পিআইবির পরিচালক শাহ আলমগীর প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বইয়ের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
টিএইচ/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।