ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার পেলেন ৬ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার পেলেন ৬ জন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অনন্য অবদানের জন্য এ বছরের ‘শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার’ পেয়েছেন ছয় গুণী।

এ চারজন হলেন- চলচ্চিত্রে প্রয়াত পরিচালক দিলীপ সোম (মরণোত্তর), কবিতায় মাসুদ পথিক ও নাজমুল কবির, ছড়ায় জাহাঙ্গীর আলম জাহান, গল্পে দীলতাজ রহমান, কথাসাহিত্যে স্বকৃত নোমান ও শিশুসাহিত্যে আশিক মোস্তফা।



শনিবার (২৮ নভেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ‘শ্রীপুর সাহিত্য পরিষদ’ তাদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ পুরস্কার দেয়।
 
কবি রানা মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য কবি নির্মলেন্দু গুণ। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা রশিদ, কবি ইকবাল হোসেন ও কবি ইস্রাফিল হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল।
 
অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন বাংলা একাডেমির গবেষক কবি ড. তপন বাগচী, নাট্যকার মমিনুল ইসলাম, কবি অধ্যাপক আমজাদ হোসেন, গল্পকার শাহান শাহাবুদ্দিন, বাংলাদেশ গীতিকবি পরিষদের সভাপতি এম আর মঞ্জু।
 
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মনিরুজ্জামান পলাশ, ইকবাল আহমেদ নিশাদ, আমান উল্ল্যাহ্ আমান, রায়হান প্রধান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।