ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শুক্রবার চট্টগ্রামে কবি উৎপলকুমার বসু স্মরণানুষ্ঠান

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
শুক্রবার চট্টগ্রামে কবি উৎপলকুমার বসু স্মরণানুষ্ঠান

আগামী ১১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা পাঁচটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে কবি উৎপলকুমার বসু স্মরণে ‘তোমাতেই চিহ্নিত হই’ শীর্ষক এক স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে কবিদের অংশগ্রহণে থাকবে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা, স্মৃতিকথা ও কবিতাপাঠ।



উল্লেখ্য, বাংলা ভাষার উজ্জ্বলতম কবি উৎপলকুমার বসু গত ৩ অক্টোবর ২০১৫ বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

উৎপলকুমার বসুর উল্লেখযোগ্য কবিতার বইগুলো হচ্ছে : ‘চৈত্রে রচিত কবিতা’, ‘পুরী সিরিজ’, ‘আবার পুরী সিরিজ’, ‘লোচনদাস কারিগর’, ‘খ-বৈচিত্রের দিন’, ‘সলমাজরির কাজ’, ‘কহবতীর নাচ’, ‘নাইট স্কুল’, ‘টুসু আমার চিন্তামণি’।

কবিকে শ্রদ্ধা জানাতে অনুষ্ঠেয় ‘তোমাতেই চিহ্নিত হই’-এর আয়োজক ছোটকাগজ খড়িমাটি।



বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।