ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বইমেলা ২০১৬

তুষার আবদুল্লাহর সাতটি বই, কবিতারটি রঙিন

সাক্ষাৎকার ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
তুষার আবদুল্লাহর সাতটি বই, কবিতারটি রঙিন

এবারের মেলায় কী কী বই বেরুচ্ছে আপনার?
বই মেলার কাজ শেষ। বের হচ্ছে গল্প-উপন্যাস যৌথভাবে ‘যৌথ জমিন’(চৈতন্য), কবিতার বই ‘তোমাকে পাঠ করিব’(ঐতিহ্য), কিশোর কিশোরীদের জন্য ‘তুমি সুন্দর হও’(এডর্ন), ‘টিভি রিপোর্টি’(চৈতন্য), ‘গণ মাধ্যম চিন্তা’(শ্রাবণ), এনার্জি রিপোর্টিং(অাদর্শ) ও বাচ্চাদের জন্য ‘ভূতের হাসি’(ইকরিমিকরি)।



মোট সাতটা নতুন বই?
হ্যাঁ।

‘যৌথ জমিন’-এ কি একটাই উপন্যাস?
না, দুইটা। দুইটা উপন্যাস আর দশটা গল্প নিয়ে এ বই।

উপন্যাস দুটো নিয়ে বলেন।
গদ্য ও ছন্দের মিশেলে লেখা উপন্যাস ‘ফানুসের জবানবন্দি’। একটি যৌথ পরিবারের টানাপোড়েন, উদার সংস্কৃতমনা পরিবার কিভাবে ধীরে ধীরে সংকীর্ণতায় নিমজ্জিত হয়—তার গল্প.. এবং একজন মুক্তমনা নারী এসে পরিবারটিকে জাগিয়ে তোলে।

সমসাময়িক প্রেক্ষাপটে লেখা, নাকি অন্যকোনো সময় কিংবা কোনো ঐতিহাসিক সময়খণ্ডের গল্প?
সাম্প্রতিক সময়ের। অাসলে একজন মানুষ জীবনের মাঝপথে এসে নিজের সঙ্গে কথা বলে। জন্মের পর থেকে যে চরিত্রগুলোর সঙ্গে তার দেখা হয়েছে এপর্যন্ত—সেগুলোর পোস্টমর্টেম। একটি দেয়ালেরর কাছে সে জবানবন্দি রেখে যেতে চায়।

এ জবানবন্দিটা কার, জাগিয়ে তোলা ওই মুক্তমনা নারীর, নাকি অন্য কারো? উপন্যাসটা কিভাবে লেখা হলো, উত্তমপুরুষে নাকি আখ্যানবর্ণনায়?
উত্তমপুরুষে। যৌথ পরিবারের জ্যেষ্ঠ পুত্রের সন্তানের বর্ণনায়।

আচ্ছা। ছন্দের ব্যাপারটা একটু বলেন। উপন্যাসে ছন্দের মিশেল.. এটা কি কবিতার ছন্দ, নাকি অন্যকিছু?
ছন্দ বলতে কাব্য ঢঙে লেখা প্রথমটি। পাঁচটি গল্প তারপর একটা উপন্যাস অাবার পাঁচটা গল্প তারপর একটা উপন্যাস—এভাবে যাচ্ছে। দ্বিতীয় উপন্যাস ‘সংশয়’।

‘সংশয়’-এর গল্প কী?
একজন মৃত ব্যক্তির কবর থেকে তার ফেলে অাসা ফ্লাট, সংসার পর্যবেক্ষণ করেন। গভীর মনোযোগ দিয়ে দেখেন তার ঘরটির দখল নিয়ে পারিবারিক দ্বন্দ্বের বিষয়আশয়গুলো। আবার সন্তানরাও বারান্দা থেকে কবরে শুয়ে থাকা বাবার মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করেন।

এ বইটা তো তাহলে বেশ ঢাউশ সাইজের হচ্ছে?
অনেকটা।

আর, সংবাদমাধ্যম নিয়ে নতুন তিনটা বই থাকছে?
জ্বি। একটা এনার্জি রিপোটিং নিয়ে, তথ্য উপাত্ত এবং কৌশলসহ। অারেকটা শুধুই টিভি রিপোর্টিং নিয়ে। এছাড়াও গণমাধ্যম বিষয়ক অারেকটা সম্পাদনা-বই থাকছে। এখানে মাহফুজ অানাম এবং অালী রিয়াজের ইন্টারভিউ নিয়েছি অামি।

সম্পাদনা-বইয়ে আপনার অংশগ্রহণ এ দুইটা ইন্টারভিউ? বইটা কি ইন্টারভিউমূলক, নাকি মিশেল?
অার্টিকেল অাছে ২২টা। গবেষণা দুইটা।

আর ইন্টারভিউ?
দুইটা।

গণমাধ্যম নিয়ে তো আগেও লিখেছেন, এ সংক্রান্ত বইয়ের সংখ্যা কত আপনার?
এর অাগে গণমাধ্যম নিয়ে প্রকাশিত ১৪টা বই অাছে।

শিশু কিশোরদের নিয়ে বইটা কী ধরনের?
শিশুদের ওপর টেলিভিশন বিজ্ঞাপনের প্রভাব।

গবেষণামূলক বই?
গণমাধ্যমে দর্শক চিন্তার প্রাধান্য.. জ্বি গবেষণা।

আর ‘ভূতের হাসি’ কী? বাচ্চাদের গল্প সংকলন?
শিশুতোষ।

একটাই গল্প?
জ্বি।

বাচ্চাদের জন্য লেখার আইডিয়া পেলেন কিভাবে? কবে থেকে লিখছেন? আগেও তো বাচ্চাদের জন্য বই লিখেছেন।
সিনিয়ররা লিখছেন না। ছোটদের বই মানেই কার্টুন বই, সংস্কৃতি ইতিহাস নেই, তাই চেষ্টা করছি লিখতে।

বাচ্চাদের সাথে আপনার সম্পর্ক ভালো?
ওরা অামাকে বন্ধু ভাবে। অামার মেয়ের বন্ধুরাও অামার বন্ধু।

বাহ বেশ। এবার কবিতার বইয়ের প্রসঙ্গে আসি। কবিতার বই এটাই প্রথম?
তৃতীয়। কবিতার বই অলঙ্করণ করছেন মাশুক হেলাল।

আগের দুটোর নাম কী ছিল?
‘তোমার চোখের স্পর্শ চাই’ আর ‘কবিতা দীর্ঘ হয় না’। এবারের বইয়ের প্রতিটা কবিতার সঙ্গে এঁকেছেন শিল্পী মাশুক হেলাল।

প্রতিটা কবিতার সঙ্গে আলাদা আলাদা আঁকা?
জ্বি।

রঙিন ছাপায়?
হ্যাঁ, অ্যালবাম সাইজ।

বইমেলা নিয়ে আপনার ‘সময় টেলিভিশনে’র প্ল্যান কী এবার?
২৯দিন লাইভ। সময় সংলাপ করব মেলা নিয়ে।

বইমেলা নিয়ে আপনার প্রত্যাশার কথা জেনে শেষ করব।
প্রতিবার মেলা জমজমাট হবে মনে করে, শুরু হয়। মাঝপথে বিপত্তি দেখা দেয়। এবার বালামুসিবতমুক্ত মেলা হোক।

সাক্ষাৎকার গ্রহণ : তানিম কবির



বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।