ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

ঢাকার ইতিহাস-ঐতিহ্য নিয়ে রিদওয়ান আক্রামের বই

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
ঢাকার ইতিহাস-ঐতিহ্য নিয়ে রিদওয়ান আক্রামের বই

ঢাকার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে রিদওয়ান আক্রামের নতুন বই ‘পুনশ্চ ঢাকা’। মানে আবারও ঢাকা।

রিদওয়ান আক্রামের লেখায় ঘুরে ফিরে ঢাকা ফিরে আসে। কেননা তার মতে, ‘ঢাকাকে নিয়ে লেখার উপাদান শেষ হবার নয়। ’

জানালেন ঢাকা নাকি বারবার ফিরে আসে তার অতীতের গল্প নিয়ে। সেই গল্পগুলো শোনায় একটি শহরের কথা, শহরের মানুষের কথা। আর এ বইয়ে—সেই ইতিহাসের ভেতরেই খোঁজা হয়েছে ঢাকার সমাজ ও সংস্কৃতিকে। মোটা দাগে বললে উনিশ শতকের ঢাকা। তবে লেখার প্রয়োজনেই কখনো কখনো হাজির হতে হয়েছে মোগল ঢাকাতেও।

যানবাহন, উৎসব, প্রশাসন, হারানো পেশা, চিত্রকলা, লড়াই, নিসর্গ, অতিথি, সাক্ষাৎকার—শীর্ষক আলাদা আলাদা বিষয়ে বইটি বিন্যস্ত।

লেখার সঙ্গে ব্যবহৃত ছবিগুলো সংগ্রহ করা হয়েছে নানা উৎস থেকে। অধিকাংশই ব্রিটিশ লাইব্রেরির সংগ্রহ। বাকিগুলো সংগ্রহ করা হয়েছে জাতীয় জাদুঘর প্রকাশিত ‘আলোকচিত্রে সেকালের ঢাকা’, এফ বি ব্র্যাডলি-বার্টের ‘দ্য রোমান্স অব এন ইস্টার্ন ক্যাপিটাল’সহ নানা দায়িত্বশীল মাধ্যম থেকে।

পুনশ্চ ঢাকাসহ ঢাকা বিষয়ে রিদওয়ান আক্রামের আরো কয়েকটি বই হলো—ঢাকার ঐতিহাসিক নিদর্শন, ঢাকার কোচোয়ানরা কোথায়, ‘ড’য়লির ঢাকা ও ঘটনা সত্য, ঢাকাই খাবার (যৌথ) ও ঢাকা কোষ (যৌথ)।



বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
টিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।