ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথের জীবনালেখ্যে কিশোর উপন্যাস

বুক রিভিউ ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথের জীবনালেখ্যে কিশোর উপন্যাস

শিল্প-সাহিত্য ডেস্ক || ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের জীবনালেখ্যে কিশোর উপন্যাস ‘অরমার গল্প’ লিখেছেন শামস সাইদ। উপন্যাসের মূল চরিত্র অরমা দত্ত হলো ধীরেন্দ্রনাধ দত্তের নাতি।

উপন্যাসে নাতির মুখেই দাদুর সংগ্রামী জীবনের গল্প উঠে এসেছে।

দাদুর মুখ থেকে শোনা নানা গল্প, এক জীবনে দাদুকে খুব কাছ থেকে দেখা—এসবই একসময় অরমাকেও তার দাদুর মতো হতে উদ্বুদ্ধ করে।

কেন অরমা দাদুর মতো হতে চায়। তার আর কোনো স্বপ্ন নেই? অরমার এই দাদুর মতো হতে চাওয়ার স্বপ্নের কথা শুনে স্কুলে সবাই হাসে। আবার অরমার মুখে দাদুর গল্প শুনে একপর্যায়ে তারাও সবাই দাদুর মতোই হতে চায়।

উপন্যাসে উঠে এসেছে ব্রিটিশ থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ, ভাষা আন্দোলন, এসেছে গান্ধি থেকে নেহেরু, জিন্নাহ থেকে মুজিব প্রসঙ্গ এবং স্বদেশি আন্দোলন থেকে স্বাধীনতার আন্দোলনসহ আরো নানা অনুষঙ্গ।

ইতিহাসের আলোকে লেখা হলেও শেষ পর্যন্ত এটি একটি উপন্যাসই। রয়েছে কাহিনি, সংলাপ। বইটি শিশু কিশোরদের শুধু আনন্দই যোগাবে না। দেশ প্রেমেও উদ্বুদ্ধ করবে। শেখাবে দেশকে ভালোবাসতে।

‘অরমার গল্প’ বইটি প্রকাশ করেছে অনিন্দ্য। প্রচ্ছদ নিয়াজ চৌধুরী তুলির। দাম ১৫০ টাকা।



বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
টিকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।