ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

নয়টি অধ্যায়ে বিচিত্র রবীন্দ্রনাথ

বুক রিভিউ ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
নয়টি অধ্যায়ে বিচিত্র রবীন্দ্রনাথ

শিল্প-সাহিত্য ডেস্ক || ‘বিচিত্র রবীন্দ্রনাথ’ বইয়ে সুশান্ত সরকার নয়টি অধ্যায়ে রবীন্দ্রনাথের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রথম অধ্যায়ে তিনি রবীন্দ্রনাথের ঐতিহাসিক নোবেল বিজয় অর্জনের বিষয়টি তুলে ধরেন।

১৯১৩ সালে রবীন্দ্রনাথ তাঁর ‘গীতাঞ্জলি’র জন্য নোবেল বিজয়ে অলঙ্কৃত হয়েছিলেন, যা ২০১৬ সালে শতবর্ষ পেরিয়ে গেছে। ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম এই সম্মানে ভূষিত হন, যার মাধ্যমে বাংলাভাষা তথা বাঙালির আত্মপরিচয় সূচিত হয়েছিল। এরই মধ্যদিয়ে বিশ্বপরিমণ্ডলে বাঙালির নাম পরিচিতি লাভ করে।

লেখক দেখান, রবীন্দ্রনাথ কেবল ধ্যানী নন, কর্মযোগীও। তাঁর প্রতিভা ছিল বহুমুখী। বর্তমান সময়ের বিরূপ পরিবেশ নিয়ে তিনি অনেক আগেই চিন্তামগ্ন ছিলেন। পরিবেশ উন্নয়নে তিনি বৃক্ষায়ণ ও পল্লী উন্নয়নের কথা বলেছেন। তাঁর এই ভাবনা কালজয়ী।

আত্নপ্রকাশের ভাষা হলো মাতৃভাষা। বাংলা ভাষা ছিল রবীন্দ্রনাথের প্রাণের ভাষা। রবীন্দ্রনাথ তাঁর লেখায় মাতৃভাষার ওপর ব্যাপক গুরুত্বারোপ করেন। তিনি লেখার মাধ্যমে মাতৃভাষার ভিত্তিকে শক্ত করার উদাত্ত আহবান জানান এবং নিজেকে এ-ভাষার সাহিত্য সাধনায় নিবিষ্ট রাখেন। মাতৃভাষার একজন বলিষ্ঠ সৈনিক হিসেবে তিনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন।

কলকাতাকে কেন্দ্র করে যেসব অভিজাত পরিবার গড়ে উঠেছিল তার মধ্যে ঠাকুর পরিবার ছিল অন্যতম। ঠাকুর পরিবারের সাথে সেকালের অভিজাত পরিবারগুলোর ঘনিষ্ঠতা গড়ে ওঠে। রামমোহন, বিদ্যাসাগরসহ সেকালের খ্যাতিমান পুরুষদের সঙ্গে ঠাকুর পরিবারের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। এসব মহান ব্যক্তিত্বের সংস্পর্শে গড়ে ওঠা পারিবারিক মণ্ডলে রবীন্দ্রনাথ বেড়ে ওঠেন। ফলে তাঁর জীবনে বহুমুখী প্রতিভার বিভাসিত হয়েছিল।

রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল একান্নবর্তী পরিবারে, তাঁর মতে যা ছিল ভৃত্যরাজতন্ত্র। তিনি বেড়ে ওঠেন ভৃত্যদের হাতে, অংশীদার হয়েছেন ভৃত্যদের সুখ-দুঃখের। ভৃত্যরা কখনো হয়েছেন তাঁর মনিব অথবা তিনি হয়েছেন ভৃত্যদের মনিব। ফলে রাজপরিবারে থেকেও তিনি দেখেছেন প্রান্তিক অঞ্চলের মানুষের বেড়ে ওঠাকে। তাই নিজেকে পরিচিতি করিয়েছিলেন ‘আমি তোমাদেরই লোক’ বলে।

রবীন্দ্রনাথের জীবনে সর্বাস্তিবাদের প্রভাব ছিল অত্যন্ত ব্যাপক। পিতা দেবেন্দ্রনাথের একেশ্বরবাদী ব্রাহ্মধর্ম তাঁর জীবনে খুবই প্রভাব ফেলে। সর্বোপরি লেখক বইটিতে রবীন্দ্র-জীবনের একটি বহুমুখী পর্যালোচনা উপস্থাপন করতে পেরেছেন।

লেখক সুশান্ত সরকার ১৯৪৫ সালের ১৪ ডিসেম্বর বাগেরহট জেলার বিষ্ণুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন। তাঁর একাধিক গবেষণা ও প্রবন্ধের বই রয়েছে।

................

বিচিত্র রবীন্দ্রনাথ
লেখক: সুশান্ত সরকার
প্রকাশকাল: বইমেলা ২০১৬
প্রকাশনা: আগামী প্রকাশনী
মূল্য: ২২০ টাকা
মোট পৃষ্ঠা: ১১০



বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
টিকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।