ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘আবিষ্কার সাহিত্য পুরস্কার’ পেলেন ৩ কবি-সাহিত্যিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
‘আবিষ্কার সাহিত্য পুরস্কার’ পেলেন ৩ কবি-সাহিত্যিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘আবিষ্কার সাহিত্য পুরস্কার ২০১৬’ পেয়েছেন বাংলা সাহিত্যের খ্যাতিমান তিন কবি-সাহিত্যিক। ‘আবিষ্কার সাহিত্য পরিষদ’র পক্ষ থেকে প্রথমবারের মতো এই পুরস্কার দেওয়া হয়েছে।



পুরস্কারপ্রাপ্তরা হলেন- সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, কথাসাহিত্যিক সমরেশ মজুমদার ও কবি নির্মলেন্দু গুণ।

বুধবার (১৬ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশংসাপত্র পাঠ করেন- কবি হাবিবুল্লাহ্ সিরাজী, কবি ফরিদ আহমদ দুলাল ও কবি মারুফুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন পুরস্কার বিতরণ কমিটির আহ্বায়ক কবি মুহাম্মদ নুরুল হুদা। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে স্বরচিত কবিতা পাঠ করেন কবিরা।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এইচআর/এএটি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।