ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শিল্প-সাহিত্য বিভাগে লিখুন!

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
শিল্প-সাহিত্য বিভাগে লিখুন!

ঢাকা: শিল্প-সাহিত্যকে বলা হয় সমাজের আয়না। শিল্পী শিল্প সৃষ্টি করে ও লেখক লিখে সমাজকে তুলে ধরেন।

অন্যদিকে, পাঠক সেই আয়নায় সমাজ ও নিজেকে দেখেন। লেখক-শিল্পী-পাঠকের এই বন্ধনকে প্রতিষ্ঠালগ্ন থেকেই এগিয়ে নিয়ে চলেছে বাংলানিউজ।

দৈনিক পত্রিকার ‍শিল্প-সাহিত্য পাতা ও মাসিক-পাক্ষিক পত্রিকার বাইরেও যে অনলাইন সংবাদমাধ্যমে শিল্প-সাহিত্যের সমৃদ্ধ চর্চা হতে পারে, সেটি শুরুতে অনেকেই মানতে চাননি। এক্ষেত্রেও অন্যতম পথপ্রদর্শকের ভূমিকায় ছিলো বাংলানিউজ।

শুরু থেকেই মানসম্মত লেখা প্রকাশ, দ্রুততার ভিত্তিতে যথাযোগ্য লেখক সম্মানী, তরুণ লেখকদের তুলে আনা, নতুন পাঠক সৃষ্টিসহ শিল্প-সাহিত্যের নানা আয়োজন নিয়ে সামনের সারিতে ছিলো অন্যতম শীর্ষ এ সংবাদমাধ্যম। এছাড়া, বিভিন্ন উৎসবকেন্দ্রিক ই-ম্যাগ প্রকাশেও বাংলানিউজ দেখিয়েছে স্বাতন্ত্র।

এ সবকিছুকে আরও গতিশীল করতে শিল্প-সাহিত্য বিভাগ সেজে উঠছে নতুন আঙ্গিকে। এজন্য লেখক-শিল্পী-পাঠকের অংশগ্রহণ ও বন্ধন আরও মজবুত হওয়া জরুরি।

প্রিয় লেখক-পাঠক, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ, অনুবাদ, শিশুসাহিত্য, সমালোচনা, গ্রন্থালোচনাসহ সাহিত্যসংশ্লিষ্ট যেকোনো বিষয় নিয়ে লিখুন। লিখুন সঙ্গীত, নাট্যকলা, চিত্রকলা, নৃত্যকলা প্রভৃতি শিল্পের নানা শাখা নিয়েও। পাশাপাশি লিখতে পারেন সম্প্রতি যা পড়েছেন (কোনো বই বা লেখা), শুনেছেন (সঙ্গীত) বা দেখেছেন (নাটক-চলচ্চিত্র) এমন কিছু নিয়ে। নিজের দর্শন-পাঠ-শ্রবণ প্রতিক্রিয়া সর্বোচ্চ পাঁচশ’ শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দিন বিভাগীয় দফতরে।

সেইসঙ্গে, আপনার প্রিয় শিল্প-সাহিত্য বিভাগকে কীভাবে আরও প্রাণবন্ত করে তোলা যায়, এ নিয়ে মতামতও জানাতে পারেন।

ইউনিকোড বা সুতন্বীতে বিষয়ভিত্তিক ছবিসহ (যদি প্রয়োজন হয়) লেখা ও মতামত পাঠিয়ে দিন literature.banglanews@gmail.com-এ।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।