ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শিল্পকলায় সপ্তাহব্যাপী ‘চার্লি চ্যাপলিন চলচ্চিত্র উৎসব’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
শিল্পকলায় সপ্তাহব্যাপী ‘চার্লি চ্যাপলিন চলচ্চিত্র উৎসব’

স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিন জুনিয়র। যিনি শুধু নির্বাক চলচ্চিত্র দিয়েই পৃথিবীকে হাসাতে পেরেছিলেন।

একের পর এক সুপার কমেডি ফিল্ম উপহার দিয়ে তিনি জয় করেছিলেন চলচ্চিত্রপিপাসুদের মন!

চ্যাপলিনের জন্ম ১৮৮৯ সালের ১৬ এপ্রিল, তবে তার জন্মস্থান কোথায় তা নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। চলচ্চিত্র জীবনের প্রথমদিকে চ্যাপলিন নিজে একবার বলেছেন, তিনি ফ্রান্সের ফঁতেউব্ল শহরে জন্ম নিয়েছিলেন।  

১৬ এপ্রিল এ মহাত্মার জন্মদিন উপলক্ষে ১৬ থেকে ২২ এপ্রিল প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় শিল্পকলা একাডেমির নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে ‘চার্লি চ্যাপলিন চলচ্চিত্র উৎসব’র আয়োজন করেছে একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ।
 
চলচ্চিত্র প্রদর্শণীর ধারাবাহিকতায় ১৬ এপ্রিল ‘চ্যাপলিন ইউ টার্ন’, ১৭ এপ্রিল ‘মডার্ন টাইমস’, ১৮ এপ্রিল ‘ইন দ্য গোল্ড রাশ’, ১৯ এপ্রিল ‘চার্লট এটলি ম্যানি কুইন’, ‘লাফিং গ্যাস’, ‘ফেইস অন দ্য বাররুম ফ্লোর রিঅ্যাকশন’, ‘দ্য ম্যাস কুয়ারাদার’, ‘গুড ফর নাথিং’, ‘দ্য রাউন্ডারস’, ২০ এপ্রিল ‘দ্য ফায়ার ম্যান’, ‘দ্য অ্যাডভেনচারার, ‘এ ডগস লাইফ’, ২১ এপ্রিল ‘এ উইম্যান’, ‘দ্য ব্যাংক’, ‘দ্যা রিংক’, ২২ এপ্রিল ‘দ্য পনশপ, ‘বাই দ্য সি’ ও ‘দ্য ইমিগ্রান্ট’।

চলচ্চিত্রাকাশের এ মহর্ষিকে জন্মদিবসের শ্রদ্ধাঞ্জলি।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।