ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

তরুণ ফটোগ্রাফারদের নিয়ে সুইস দূতাবাসের ‘ফোকাস অন কালচার’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মে ২৭, ২০১৬
তরুণ ফটোগ্রাফারদের নিয়ে সুইস দূতাবাসের ‘ফোকাস অন কালচার’

ঢাকা: তরুণ ও প্রতিভাবান বাংলাদেশি ফটোগ্রাফার খুঁজে বের করতে ‘ফোকাস অন কালচার’ শীর্ষক একটি আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশে সুইজারল্যান্ডের দূতাবাস।

প্রতিযোগিতায় বিজয়ী শীর্ষ ১০ ফটোগ্রাফারকে আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় তিনদিন ব্যাপী এক ফটোগ্রাফি কর্মশালায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।

কর্মশালা পরিচালনা করবেন খ্যাতনামা ফটোগ্রাফার জিএমবি আকাশ।

পরবর্তীতে বাছাই করা এই ফটোগ্রাফারদের তোলা আলোকচিত্র এ বছরের শেষে ঢাকায় অনুষ্ঠেয় এক আলোকচিত্র প্রদর্শনীতে প্রদর্শন করা হবে।

প্রতিযোগিতার আয়োজন করেছে সুইজারল্যান্ডের সাহায্য সংস্থা সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি)।

২৬ মে এই ফটোগ্রাফি প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত সুইজাল্যান্ডের রাষ্ট্রদূত মি. ক্রিস্টিয়ান ফচ।

সুইজারল্যান্ড দূতাবাসের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে শুক্রবার ( ২৭ মে) এ তথ্য জানানো হয়।

আগ্রহী তরুণ ফটোগ্রাফাররা www.focusonculture.net এই ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য পেতে পারেন।

প্রতিযোগিতার নিয়মানুযায়ী প্রত্যেক প্রতিযোগী সর্বোচ্চ ৫টি আলোকচিত্র জমা দিতে পারবেন। আলোকচিত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ জুলাই।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মে ২৭, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।