ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

দু’টি কবিতা | কাজী জহিরুল ইসলাম

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুন ৩, ২০১৬
দু’টি কবিতা | কাজী জহিরুল ইসলাম

ছায়াবৃত্ত
আলোর উত্তল, অবতল আছে? আছে হয়ত, ছায়ার মিশেলে।
উজ্জ্বল বৃত্তটির আপ্রাণ প্রচেষ্টা ছায়া-পড়শির সাথে সখ্য, বৈরীতা নয় 
শেষমেশ ছায়াবৃত্তেরই জয়, জানি, তবু আলোর উত্তল পিঠেই 
আমাদের অনড় অবস্থান।

প্রকৃতিবৈরীতাই কি মানুষের আজন্ম তৃষ্ণা নয়?


টুপি
টুপিটার স্খলনে আমি পীড়িত, মৃত্যুই গন্তব্য, নর্দমার জলে কিছুকাল হয়তোবা 
অথচ শিরোস্ত্রাণের সব গল্পই ওর জ্ঞাত
টিপু সুলতান থেকে আলেকজান্ডার, চেঙ্গিস খান থেকে সুলতান মাহমুদ।

শিরোস্ত্রাণ? বড়ই দুর্বোধ্য ব্যাকরণ, এ যুগের টুপি বলে কথা, 

পলকা, খুবই পলকা।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।