ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে ছবি: পিয়াস- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিক্ষক-অভিভাবকদের মধ্যে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জ‍ামান নূর।

রোববার (১৯ জুন) বিকেল ৫টায় রাজধানীর শুক্রবাদে পূর্ব-পশ্চিম গ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অন্য প্রকাশ, আগামী, পাঞ্জেরী ও জার্নিম্যান বুকস যৌথভাবে এই গ্রন্থাগার প্রতিষ্ঠা করে।

আসাদুজ্জামান নূর বলেন, শিক্ষক অভিভাবকদের মধ্যে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। এটি আমাদের জন্য দুঃসংবাদ। বেশি বেশি বই পড়তে হবে। জেলা পর্যায়ে বই মেলা করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। তাছাড়া উপজেলা পর্যায়ে গ্রন্থাগার প্রতিষ্ঠা করার কাজ চলছে।

বর্তমানে মানুষের ই-বুকের প্রতি আকর্ষণ বেড়েছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনিসুজ্জামান।
 
তিনি বলেন, অনেকেই ভেবেছেন বইয়ের দিন শেষ। তবে বর্তমানে উল্লেখযোগ্য হারে ই-বইয়ের ব্যবহার বেড়েছে। এভাবেই যুগের সঙ্গে বইয়ের ব্যবহার বাড়াতে হবে। পূর্ব- পশ্চিমের মতো এমন উদ্যোগ আরো নেওয়া উচিত।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
ইউএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।