ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

কবিতা

দাবানল | হাবীবাহ্ নাসরীন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
দাবানল | হাবীবাহ্ নাসরীন

দাবানল
নির্ভাবনায় রাত গিয়েছে ঘুম
এখন আমার দুচোখ জুড়ে তুমি
এখন আমার দুচোখ জুড়ে ঢেউ
ছাপিয়ে গেছে তোমার বসত-ভূমি।

তোমার বাড়ির ব্যালকোনিতে চাঁদ
রাত্রিতে রোজ জোসনা করি ধার
তোমার বাড়ির ব্যালকোনিতে রোদ
ধার দিয়েছ, ফেরত নাওনি আর।

আমি এখন রৌদ্র বেচে চলি
আমি এখন জোসনা বেচে খাই
ভুল করে কেউ ছবির খোঁজে এলে
আজও আঁকি তোমার আকাশটাই।

তুমিও কি ঠিক একলা আমার মতো
একলা দুপুর বুকের মধ্যে রাখো,
হঠাৎ কোনো স্মৃতির প্রলোভনে
ভুল করেই আমার নামটি ডাকো?

একলা আমার রাত গিয়েছে ঘুম
এখন আমার দুচোখ ভরা জল
জলের ভেতর একলা তোমার ছবি
চোখ পুড়িয়ে জ্বালবে দাবানল।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
এসএনএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।