ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী নিয়ে বরিশালে পাঠক আড্ডা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী নিয়ে বরিশালে পাঠক আড্ডা

বরিশাল: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী নিয়ে আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে পাঠক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব সাহিত্য কেন্দ্র বরিশাল শাখার আয়োজনে অনুষ্ঠিত পাঠক আড্ডা শুক্রবার (১৯ আগস্ট)  বিকেল ৪টায় শুরু হয়ে রাত ৯ টায় শেষ হয়।

আড্ডায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী নিয়ে পাঠচক্রের নির্ধারিত ২০ জন পাঠক গবেষণামূলক আলোচনা উপস্থাপিত করেন।

বিশ্ব সাহিত্য কেন্দ্র বরিশালের সমন্বয়কারী বাহাউদ্দীন গোলাপের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান মু. জিয়াউল হক, বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি সাংবাদিক এস এম ইকবাল, সেক্টর কমান্ডারস ফোরাম ৭১’র সভাপতি কাজল ঘোষ প্রমুখ।

আড্ডায়  সংগঠনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬,
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।